SFI: 'তৈরি হচ্ছে লাখ-লাখ সুদীপ্ত গুপ্ত', বিরাট কর্মসূচি SFI-এর! CPIM-র দুশ্চিন্তা কমাচ্ছে ক্যাম্পাস
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:UJJAL ROY
Last Updated:
SFI: ক্যাম্পাসে সদস্য বৃদ্ধির শক্তি প্রদর্শন করতে চায় এসএফআই।
কলকাতা: বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার কটাক্ষ শোনার পালা হয়ত শেষ। এবার একলাখ সদস্য বৃদ্ধির শক্তি প্রদর্শন করতে ক্যাম্পাসকেই বেছে নিতে চলেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। ২ এপ্রিল সংগঠনের কর্মসূচিতে সেই বার্তাই দিয়েছে সংগঠনের নেতৃত্ব। সবুজ সংকেত মিলেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও। নেওয়া হচ্ছে বেশ কিছু কর্মসূচিও। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘মিলি চক্রবর্তীর চিঠিটা আসল বিষয় নয়। আসল বিষয় হল রাজ্যে ৮২০৭টি স্কুল বন্ধ হচ্ছে। কলেজে ফি বাড়ছে। নয়া শিক্ষা নীতি চালু হচ্ছে। আমাদের প্রশ্ন তুলতে হবে মিড ডে মিলের বরাদ্দ কমা নিয়ে।’’
তিনি আরও বলেন, ‘‘ওরা ভেবেছিল প্রশ্ন করার কোন লোক থাকবে না। ছাত্র আন্দোলন দমিয়ে দেবে। তৃণমূল সরকার ভুল ভেবেছিল। আর তাই আজ গত একদশকের মধ্যে প্রথম এসএফআইয়ের সদস্য সংখ্যা এক লক্ষ বৃদ্ধি পেয়েছে।’’ এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘একটা সুদীপ্তকে ওরা শেষ করেছে। লাখ লাখ সুদীপ্ত তৈরি হয়েছে। সুদীপ্তরা ক্যাম্পাসে না থাকলে ভর্তির সময় তোলাবাজি হয়। গায়ের জোড়ে ইউনিয়ন দখল করা হয়। আর যেখানে এসএফআইয়ের ইউনিয়ন আছে সেখানে নয়া শিক্ষা নীতি বাতিল এবং ছাত্র ভোটের দাবিতে গণভোট হয়, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়।’’ এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর বলেন, "ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি এবং তৃণমূল। এর বিরুদ্ধে এসএফআই লড়বে।"
advertisement
advertisement
আরও পড়ুন: 'বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন', অভিষেকের বিরাট হুঁশিয়ারি! কেন বললেন, তুমুল জল্পনা
এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমান বলেন, ‘‘দশ বছর আগে পুলিশ হেপাজতে সুদীপ্ত গুপ্ত যখন মারা যান সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চিহ্নিত করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই ছোট ঘটনা বড় ঘটনায় পরিণত হয়েছে।’’ তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার রাজ্যে বন্দকি কারবার শুরু করেছে। ওরা স্কুল তুলে দিয়ে সেই জমি বন্দক দিতে চাইছে। আর রাজ্যটাকে বিজেপির হাতে বন্দক দিয়ে দিয়েছে।’’
advertisement
রাজ্যে পালাবদলের পর থেকে বামেদের রক্তক্ষরণ অব্যাহত। গত বিধানসভা নির্বাচনে একটিও আসন জিততে পারেনি বামেরা। তবুও এর মধ্যেও একটি পরিসংখ্যান নিয়ে যথেষ্ট উৎসাহিত আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের উল্লেখযোগ্য সদস্য বৃদ্ধি। সংগঠন সূত্রে খবর এবার এক লক্ষ্যেরও বেশি সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে সংগঠনের। এবার এই সংখ্যার শক্তি প্রদর্শন ক্যাম্পাসে নিয়ে যেতে চাইছে নেতৃত্ব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 5:57 PM IST