Abhishek Banerjee: 'বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন', অভিষেকের বিরাট হুঁশিয়ারি! কেন বললেন, তুমুল জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: পঞ্চায়েতের দলীয় প্রার্থী বাছাই নিয়েও এদিন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন অভিষেক। বলেন, ''অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেস সঠিক লোককে দাঁড় করাবে তো? যার থেকে পরিষেবা পাব, যাকে দেখতে পাব।''
বাঁকুড়া: সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েও পারেননি তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা পাননি মন্ত্রীর। সচিবের সঙ্গে দেখা করেই ফিরে আসতে হয়। কিন্তু রাজ্যের প্রাপ্য আদায়ে তিনি যে থেমে থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দিলে দিল্লিতে ভূক্তভোগীদের নিয়ে যাবেন। আর বুধবার বাঁকুড়ার জনসমাবেশ থেকে রীতিমতো গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন। বলুন অধিকারের টাকা দিতে হবে। বাংলায় বিজেপি হেরেছে, সেই কারণেই বাংলার টাকা আটকে রেখেছে। লজ্জার এটাই, এখানের সাংসদরা মানুষের দাবিতে সংসদে সরব হয় না।''
পঞ্চায়েতের দলীয় প্রার্থী বাছাই নিয়েও এদিন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন অভিষেক। বলেন, ''অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেস সঠিক লোককে দাঁড় করাবে তো? যার থেকে পরিষেবা পাব, যাকে দেখতে পাব। আমি বলছি, কোনও নেতা প্রার্থী ঠিক করবে না। আপনি প্রার্থী ঠিক করবেন। কদিন পরেই সেই প্রক্রিয়া জানতে পারবেন। কোনও নেতার সুপারিশে কিছু হবে না। আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে বলছি।''
advertisement
advertisement
রাজ্যের প্রকল্পগুলি নিয়ে আমজনতার উদ্দেশ্যে নিশ্চিন্ত থাকার বার্তা দিয়েছেন অভিষেক। বলেন, ''দুয়ারে রেশন নিশ্চিত থাকুন ছয় মাসে চালু হবে। যে সমস্যা ছিল, সেটা মিটে যাবে। দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে। আর মোদি আধার-প্যানের সংযোগের নামে সেই টাকা নিয়ে চলে যাচ্ছে।'' দুর্নীতি প্রসঙ্গেও তিনি যে আপোসহীন অবস্থান নেবে তৃণমূল, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতা। তিনি বলেন আমরা দুর্নীতি করলে ছোট, মেজো, বড় নেতাকে ছাড়ি না। আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই।''
advertisement
অভিষেকের সংযোজন, ''২০১৯ সালে দুই লোকসভায় ও ২০২১ সালে এখানে ৮ বিধায়ক দিয়েছিলেন বিজেপিকে৷ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কেউ আচ্ছে দিন বলেছিল, তারা কেউ আচ্ছে দিন এনে দিতে পারেনি। আপনারা ভেবেছিলেন মূল্য বৃদ্ধি কমবে, জ্বালানির দাম কমবে, কৃষক ও শ্রমিকরা, ১০০ দিনের কাজের শ্রমিকরা অধিকার পাবেন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন', অভিষেকের বিরাট হুঁশিয়ারি! কেন বললেন, তুমুল জল্পনা