Scam: প্রভাবশালীদের নাম বলাতে 'চাপ', কুন্তলের চিঠি দেখতে কোর্টে দৌড়ল ইডি! বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Scam: হেস্টিংস থানার অভিযোগ পত্র আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশও দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে হেস্টিংস থানায় ও আলিপুর আদালতে কুন্তল ঘোষের অভিযোগপত্র জমা পড়ল। কুন্তল ঘোষের অভিযোগ পত্রের ভিত্তিতে নিম্ন আদালত ও পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না, অন্তর্বর্তী নির্দেশে জানাল আদালত। নিম্ন আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের অভিযোগ পত্র আজকের মধ্যে পেশ করার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে নির্দেশও দেওয়া হয়েছে।
হেস্টিংস থানার অভিযোগ পত্র আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশও দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর ৩ টের মধ্যে চিঠি পেশের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগপত্র দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। তদন্তকারীদের বিরুদ্ধে কী অভিযোগ? জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি।
advertisement
advertisement
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ জানিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। সম্প্রতি নিম্ন আদালতের বিচারকের কাছেও একই মর্মে অভিযোগ জানিয়েছেন কুন্তল ঘোষ। ইডির দাবি, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
advertisement
যদিও ইডি-র আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''এটা মারাত্মক প্রবণতা, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।''
advertisement
প্রসঙ্গত, বুধবার ইডি সিবিআইয়ের বিশেয আদালতের বিচারককে চিঠি দেন কুন্তল ঘোষ। চিঠিতে অভিযোগ করেন, তদন্তকারী সংস্থা তাঁকে চাপ দিচ্ছে মিথ্যা বয়ান দেওয়ার জন্য। ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, কাগজে জোর করে তাঁকে সই করিয়ে নেওয়া হচ্ছে। ওই কাগজে রয়েছে একাধিক প্রভাবশালীদের নাম। এমনকি তৃণমূলের এক সাংসদ ও মন্ত্রীরও নাম রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 1:31 PM IST