ইউজিসির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, একসুরে প্রতিবাদে SFI, TMCPর
- Published by:Suvam Mukherjee
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
ইউজিসির তরফে জোনাল কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করার পরেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
#কলকাতা: রাজ্যের সঙ্গে বঞ্চনার অভিযোগ এনে ইউজিসির বিরুদ্ধে সরব এবার বাংলার দুই ছাত্র সংগঠন। ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কার্যত এক মেরুতে এবার এসএফআই এবং টিএমসিপি। সম্প্রতি ইউজিসির তরফে পাঁচটি জোনাল কমিটি তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। সেই কমিটিতে সম্পূর্ণ ভাবেই ব্রাত্য এ রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যরা।
কমিটিতে স্থান পাননি এ রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই। যেখানে এ রাজ্য থেকেই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রয়েছে, সেখানে এই রকম বঞ্চনার অভিযোগ এনে সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি। ইউজিসির তরফে জোনাল কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করার পরেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এরপরে ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনগুলি।
advertisement
বৃহস্পতিবার টুইট করে ইউজিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি টুইটে জানান, "শিক্ষা সংক্রান্ত নীতি সঠিকভাবে প্রণয়নের জন্যে ইউজিসি ৫টি জোনাল কমিটি তৈরি করেছে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। দুর্ভাগ্যবশত পূর্ব ও উত্তর-পূর্বের কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও উপাচার্যকে রাখা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক পদক্ষেপের তীব্র নিন্দা করি।"
advertisement
advertisement
কার্যত একইভাবে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানান বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সুবীরেশ ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে রাজ্যকে কিছুটা কটাক্ষ করেও, তিনি রাজ্যের শিক্ষা জগত এই কমিটি থেকে কেন ব্রাত্য সেই প্রশ্ন তোলেন। টুইটে তিনি লেখেন," শিক্ষার উন্নতির জন্য ইউজিসি দ্বারা গঠিত জোনাল কমিটিতে অ্যাকাডেমিক পরামর্শদাতাদের তালিকায় পশ্চিমবঙ্গের কেউ কেন নেই? সুবীরেশ ভট্টাচার্য বাংলার শিক্ষাজগতের প্রতিনিধিত্ব না করলেও পবিত্র সরকার করেন। কেন ইউজিসি এমন মানুষদের ব্যবহার করছে না?"
advertisement
স্বভাবতই ইউজিসির এই কমিটিতে বাংলার কোন শিক্ষাবিদের নাম না থাকায় প্রতিবাদ উঠছে বাংলার শিক্ষামহল থেকে। বিষয়টি নিয়ে একই সুরে প্রতিবাদ শোনা গেল বাংলার দুই ভিন্ন মেরুর ছাত্র সংগঠনের গলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2022 7:30 AM IST