Menaka Gambhir || সাড়ে সাত ঘণ্টা পরে ইডির দফতর থেকে বের হলেন মেনকা, কী তথ্য উঠে এল জেরায়? বাড়ছে জল্পনা

Last Updated:

তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকা সত্ত্বেও তিনি কেন ব্যাঙ্কক যাচ্ছিলেন? কেন অনুমতি নেওয়া হয়নি আগে থেকে ? এমনই নানা প্রশ্নের সম্মুখীন তাঁকে হতে হয় বলে সূত্রের খবর৷

#অনুপ চক্রবর্তী, কলকাতা: টানা পাঁচ ঘণ্টা জেরার পরে ইডি দফতর থেকে বের হলেন মেনকা গম্ভীর৷ সোমবার দুপুর একটা নাগাদ সশরীরে হাজিরা দেন তিনি৷ পাঁচ ঘণ্টা ধরে চলে জেরা৷ সাড়ে সাত ঘণ্টা পরে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা৷ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলানো হবে বয়ান৷
গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকা গম্ভীরকে ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
আরও পড়ুন: 'আমি নিজেই ইনভেস্টিগেশন করি...', 'সত্যিই চাকরি রেডি তো?' নথি ঘেঁটে উত্তর খুঁজলেন মমতা
সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ ছিল৷ সময়ের জায়গায় পিএম-এর জায়গায় লেখা ছিল এএম৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷ তিনি নোটিস হাতে নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান। এরপরে আবার নতুন করে সমন পাঠানো হয়, সেই মতো সোমবার দুপুরে হাজিরা দেন তিনি৷
advertisement
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, দিল্লি থেকে আসা তিনজন তদন্তকারী আধিকারিক যাদের মধ্যে একজন মহিলা এবং কলকাতার দুজন আধিকারিক মেনকা গম্ভীরকে এই জিজ্ঞাসাবাদ করেন৷  কয়লা পাচার মামলায় তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে যেমন জিজ্ঞাসাবাদ পাশাপাশি লেনদেন সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হয়৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁর বয়ান  মিলিয়ে দেখা হবে৷ যে সব অ্যাকাউন্ট ডিটেইলস জমা করতে বলা হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷  তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকা সত্ত্বেও তিনি কেন ব্যাঙ্কক যাচ্ছিলেন? কেন অনুমতি নেওয়া হয়নি আগে থেকে ? এমনই নানা প্রশ্নের সম্মুখীন তাঁকে হতে হয় বলে সূত্রের খবর৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Menaka Gambhir || সাড়ে সাত ঘণ্টা পরে ইডির দফতর থেকে বের হলেন মেনকা, কী তথ্য উঠে এল জেরায়? বাড়ছে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement