'আমি নিজেই ইনভেস্টিগেশন করি...', 'সত্যিই চাকরি রেডি তো?' নথি ঘেঁটে উত্তর খুঁজলেন মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: কেন ছাত্র ছাত্রীরা চাকরির নিয়োগপত্র এখনও পাননি সেই সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। খানিকটা হলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা।
#কলকাতা : কারিগরি দক্ষতার মাধ্যমে যুবক, যুবতীদের চাকরির ব্যবস্থা করল রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন। আরও ৩০,০০০ এর বেশি যুবক-যুবতীকে এই প্রকল্পেই চাকরিতে নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পুজোর মধ্যেই ধাপে ধাপে নিয়োগপত্র পাঠানো হবে চাকরিপ্রার্থীদের। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইটিআই পাশের পর রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে চাকরির আশা উজ্জ্বল হওয়ায় খুশি তরুণ প্রজন্ম। মুখ্যমন্ত্রীকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। এদিন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখতে ওঠেন, তখন সেই সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চান তারা নিয়োগপত্র পেয়েছেন কিনা? ছাত্রছাত্রীদের তরফ থেকে তেমন উত্তর না পেয়ে মমতা গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান কারিগরি দফতরের সচিব ও মুখ্য সচিবের কাছ থেকে।
advertisement
advertisement
কেন ছাত্র ছাত্রীরা চাকরির নিয়োগপত্র এখনও পাননি সেই সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। খানিকটা হলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রী তারপরই বলেন ই-মেইল কতজন ছাত্রছাত্রী দেখে? তাদেরকে নিয়োগপত্র সরাসরি দিয়ে দিন। তারপরেই মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে গোটা বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেন। মঞ্চে উপস্থিত থেকে মুখ্য সচিব তারপর নিজেই গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। ব্যাখ্যা দেওয়ার পর সন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। এই সময় মুখ্যমন্ত্রী নিজেই নথি ঘেঁটে দেখেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মমতা বলেন, "আমি এইগুলো দেখলাম সত্যি রেডি আছে নাকি। আমি নিজেই ইনভেস্টিগেশন করি। তোমাদের থেকে আমার উৎসাহ বেশি।"
advertisement
প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষকের চাকরি নিয়ে এসএসসি দুর্নীতি-সহ একাধিক বিষয়ে বিরোধীদের একের পর এক কটাক্ষের মধ্যেই এবার পুজোর মুখে কর্মহীনদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে কারিগরী শিক্ষায় উর্তীর্ণদের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন, "৩০৭৬২ জনকে চাকরি দেওয়া হবে! আমার কাছে টোটাল লিস্ট আছে। বাংলায় ৪০ শতাংশ কর্ম সংস্থান বেড়েছে। ৪০ শতাংশ দারিদ্রতা কমিয়েছি আমরা। বাংলায় গত এক বছরে ৪৫ হাজার মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন। যারা জব ফেয়ারে অংশ নিয়েছিলেন তাঁদের ইমেইল মারফৎ চাকরির নিয়োগপত্র আগামি তিনদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 5:52 PM IST