'৩টি' সংকল্পকে সামনে রেখে কালীঘাটে সুকান্ত... নবান্ন অভিযানের আগে মায়ের স্মরণে বিজেপি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nabanna Abhijan: সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, 'আজ কালীঘাটে মায়ের কাছে পুজো দিলাম যাতে বিজেপির নবান্ন অভিযান সফল হয়।'
সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "আজ কালীঘাটে মায়ের কাছে পুজো দিলাম যাতে বিজেপির নবান্ন অভিযান সফল হয়। আমরা জেনেছি, নবান্ন অভিযানকে ভেস্তে দিতে শাসকদল নানা রকম কৌশল নিচ্ছে। গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তাই সেই অশুভ শক্তির বিরুদ্ধেই মায়ের কাছে প্রার্থনা করলাম।" সুকান্ত আরও বলেন, "বিজেপির কোনও কর্মসূচিতেই পুলিশ অনুমতি দেয় না। তাই মায়ের কাছে এলাম অনুমতি নিতেও। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব।"
advertisement
advertisement
তবে আগামিকাল শান্তিপূর্ণ 'নবান্ন অভিযানে' যদি পুলিশ বা অন্য কেউ আন্দোলন ভন্ডুল করার চেষ্টা করে তাহলে তাঁরা যে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধও করবেন সে কথা আগেই জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।
advertisement

১৩ই সেপ্টেম্বর যা হতে চলেছে ৭৫ বছরে এ দৃশ্য কেউ দেখেনি বাংলায়। এমনটাই দাবি বিজেপির শুভেন্দু অধিকারীর। গতকালই বামেদের এই আন্দোলনে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু। বামেদের কাছে শুভেন্দুর বার্তা, "সিজিও গিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সত্যি সত্যি উৎখাত করতে চান তাহলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন"। নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পাণ্ডুয়ায় প্রকাশ্য সমাবেশ থেকে রবিবার বামেদের আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে বিজেপির আগামিকালের নবান্ন অভিযান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 4:27 PM IST