শক্তি হারাল নিম্নচাপ, দেখে নিন গতকাল থেকে কোথায় কত বৃষ্টি হল
Last Updated:
গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হল। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপের অবস্থান এখন বিহার ও ঝাড়খন্ডের উপর।
#কলকাতা: গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হল। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপের অবস্থান এখন বিহার ও ঝাড়খন্ডের উপর। তবে আগামী ২৪ ঘন্টাতেও দক্ষিনবঙ্গের চার জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও হতে পারে বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি। তবে আগামিকাল থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু’দিন চলবে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সমুদ্রে ঝোড়ো হাওয়া কমে যাওয়ায় আজ অবশ্য মৎসজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷
advertisement
দেখে নেওয়া যাক, গত ২৪ ঘন্টায় কোথায় কত বৃষ্টিপাত হয়েছে (দুপুর ১টা পর্যন্ত)--------
advertisement
আলিপুর ৮০ মিলি মিটার (মিমি),
ডায়মন্ডহারবার ১৭০ মিমি,
হলদিয়া ৬০মিমি,
ক্যানিং ৬০ মিমি,
দার্জিলিং ৬০
মিমি, দমদম ৫০ মিমি,
কৃষ্ণনগর ৫০ মিমি,
বারাকপুর ৫০ মিমি,
কল্যানী ৪০ মিমি,
মগড়া ৪০ মিমি এবং
মালদায় বৃষ্টি হয়েছে ৩০ মিমি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2018 4:10 PM IST