কোন কোন সংগঠন অংশ নিল এ বারের পুজো কার্নিভালে, রইল তার পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
৯৪ টি ক্লাব বা পুজো কমিটি তারা অংশগ্রহণ করল।
#কলকাতা: আজ রেড রোডের কার্নিভালে সাড়ে চার ঘণ্টারেও বেশি সময়সীমা ধরে অনুষ্ঠিত হলো এই মেগা কার্নিভাল। ৯৪ টি ক্লাব বা পুজো কমিটি তারা অংশগ্রহণ করল। কোন কোন ক্লাব অংশগ্রহণ করল তার বিস্তারিত।
পুজো কমিটির আগমন
১) আলিপুর বডি গার্ড লাইন্স
২) দক্ষিণ কলকাতা সর্বজনীন
advertisement
৩) কলেজ স্কোয়ার সর্বজনীন
৪) বেহালা নূতন দল
৫) ভবানীপুর ৭৫ পল্লি
৬) অবসর
৭) সিংহী পার্ক
৮) কাশী বোস লেন
৯) হিন্দুস্থান পার্ক সর্বজনীন
১০) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
১১) আহিরীটোলা দুর্গোৎসব সমিতি
১২) বরানগর নতুন পাড়া দাদা-ভাই সংঘ
advertisement
আরও পড়ুন - Durga Puja Carnival: ক্ষোভ উগড়ে দিয়ে কার্নিভালের মঞ্চ ছাড়লেন পুরপ্রধান! কাণ্ড সরগরম
১৩) দমদম তরুণ দল
১৪) বেলঘরিয়া বাণী মন্দির
১৫) বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
advertisement
১৬) ৪১ পল্লি
১৭) হালতু নন্দীবাগান দুর্গোৎসব
১৮) দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
১৯) দমদম পার্ক তরুণ সঙ্ঘ
২০) বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ড
২১) ভবানীপুর মুক্তদল
২২) চোরবাগান সর্বজনীন
২৩) ভবানীপুর স্বাধীন সঙ্ঘ
২৪) পদ্মপুকুর বারোয়ারি সমিতি
২৫) তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব
২৬) কালীঘাট কিশোর সঙ্ঘ
২৭) পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ
২৮) এফ ডি ব্লক সর্বজনীন পুজো কমিটি
advertisement
২৯) মুখার্জি ঘাট সর্বজনীন প্রসারিত সমিতি
৩০) এ কে ব্লক অ্যাসোসিয়েশন
৩১) ফাল্গুনি সঙ্ঘ
৩২) শিবমন্দির
৩৩) আদি বালিগঞ্জ সর্বজনীন
৩৪) রামমোহন সম্মিলনী
৩৫) ফতেহপুর দুর্গোৎসব কমিটি
৩৬) আহিরীটোলা যুবকবৃন্দ
৩৭) নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব
৩৮) ১৪ পল্লি উদয়ন সঙ্ঘ
৩৯) ২৫ পল্লি
৪০) উল্টোডাঙ্গা বিধান সঙ্ঘ
৪১) চোরবাগান সর্বজনীন
৪২) ভবানীপুর ৭০ পল্লি
advertisement
৪৩) প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক
৪৪) ফরওয়ার্ড ক্লাব
৪৫) উত্তর হালদার পাড়া ক্লাব
৪৬) চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব
৪৭) ঠাকুরপুকুর এস বি পার্ক
৪৮) বেলঘরিয়া মানসবাগ দুর্গোৎসব
৪৯) দমদম পার্ক ভারত চক্র
৫০) বড়িশা প্লেয়ার্স কর্নার
৫১) গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব
৫২) বাটাম ক্লাব
৫৩) শান্তিপল্লি পুজো সমিতি
৫৪) কালীঘাট মিলন সঙ্ঘ
৫৫) গান্ধী কলোনি এন এস সি বোস ক্লাব
advertisement
৫৬) বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব
৫৭) কাঁসারিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৫৮) কোলাহল সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৫৯) কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৬০) বরিশা ক্লাব
৬১) হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
৬২) বালিগঞ্জ ২১ পল্লি
৬৩) বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব (টালাপার্ক)
৬৪) উল্টোডাঙ্গা শুঁড়িরবাগান দুর্গোৎসব
৬৫) হাতিবাগান সর্বজনীন
৬৬) টালা প্রত্যয়
৬৭) চালতাবাগান লোহাপট্টি
advertisement
৬৮) পূর্বাচল শক্তি সঙ্ঘ
৬৯) বারুইপুকুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব
৭০) বাবুবাগান সর্বজনীন
৭১) নেতাজি জাতীয় সেবাদল
৭২) বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব
৭৩) কালীঘাট যুবমৈত্রী
৭৪) সমাজসেবী সঙ্ঘ
৭৫) ৬৬ পল্লি
৭৬) সিকদারবাগান সর্বজনীন দুর্গোৎসব
৭৭) ৬২ পল্লি
৭৮) সন্তোষপুর লেকপল্লি
৭৯) বাদামতলা আষাঢ় সঙ্ঘ
৮০) হাতিবাগান নবীন পল্লি
৮১) গড়িয়া মিতালী সঙ্ঘ (নবদূর্গা)
৮২) বোসপুকুর তালবাগান সর্বজনীন
৮৩) অর্জুনপুর আমরা সবাই ক্লাব
৮৪) খিদিরপুর ৭৪ পল্লি
৮৫) আলিপুর সর্বজনীন
৮৬) কুমোরটুলি সর্বজনীন
৮৭) যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসব কমিটি
৮৮) অজেয় সংহতি
৮৯) বেলেঘাটা ৩৩ পল্লি
৯০) চক্রবেরিয়া সর্বজনীন
৯১) সুরুচি সঙ্ঘ
৯২) চেতলা অগ্রগনী
৯৩) যোধপুর পার্ক ৯৫ পল্লি
৯৪) ত্রিধারা সম্মিলনী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 10:06 PM IST