Schools to be shut I Mamata Banerjee: তীব্র গরমে নাকাল পড়ুয়ারা! সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটি, জারি নির্দেশিকা

Last Updated:

Schools to be shut I Mamata Banerjee: আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

গরমে স্কুল বন্ধ
গরমে স্কুল বন্ধ
কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক রাজ্য জুড়ে সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলি বন্ধ করার নির্দেশিকা দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই এক সপ্তাহে যে পঠন-পাঠনের ক্ষতি হবে, তা স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করে দিতে হবে। আগামিকাল থেকে এক সপ্তাহ বা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে।
আইসিএসই ও সিবিএসই বোর্ড অনুমোদিত স্কুলগুলি আগামিকাল থেকে যাতে এক সপ্তাহের জন্য বন্ধ থাকে, তার জন্য দুই বোর্ডকেই অনুরোধ করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে এই সাতদিনের মধ্যে প্রয়োজনে স্কুলে যেতে হবে শিক্ষকদের। সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে স্কুলের।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত স্বশাসিত/রাজ্য/কেন্দ্রীয় সরকারি স্কুল এবং সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল, অর্থাৎ, সোমবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলি বন্ধই থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সেখানে সাধারণ নিয়মেই স্কুল চলবে। এই নির্দেশ অনুযায়ী, আগামী সাতদিন শিক্ষক অশিক্ষক কর্মচারীদেরও এই সাতদিন বিশেষ ক্ষেত্রে ছুটি দেওয়া হচ্ছে। কিন্তু স্কুল খোলার পর প্রয়োজন মতো অতিরিক্ত ক্লাস নিতে হবে যাতে পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি না হয়।’
advertisement
স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা
এমনিতেই আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। সেই মর্মে নির্দেশিকাও জারি করেছিল স্কুল শিক্ষা দফতর। যেহেতু আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Schools to be shut I Mamata Banerjee: তীব্র গরমে নাকাল পড়ুয়ারা! সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটি, জারি নির্দেশিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement