Mamata Banerjee: সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর, তীব্র দাবদাহের কারণে সিদ্ধান্ত
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: অত্যাধিক গরম পড়ার কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার থেকে শনিবার পর্যন্ত, অর্থাৎ টানা আগামী সপ্তাহের জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। অন্যদিকে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও যাতে ছুটি রাখা হয়, তার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনিতেই আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। সেই মর্মে নির্দেশিকাও জারি করেছিল স্কুল শিক্ষা দফতর।
তবে যেহেতু আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে এখনও স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা জারি হয়নি। আজই, খুব শীঘ্র জারি করে দেওয়া হবে।
advertisement
advertisement
রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রা আরও বাড়বে ১/২ ডিগ্রি। আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে ফের শুকনো গরম ও লু-এর সম্ভাবনা।
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই
advertisement
আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। রীতিমতো বাড়ছে তাপমাত্রা। আরও এক দু-ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে।
তীব্র তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের রক্ষা করতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 1:28 PM IST