Scam | Partha Chatterjee Kuntal Ghosh: এ কী বলে ফেললেন কুন্তল! দেখালেন হাতও! নিশানায় কি পার্থ? তোলপাড় আদালত

Last Updated:

Scam | Partha Chatterjee Kuntal Ghosh: পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ দামি কিছু নয়, খুলে দেবেন৷ এদিন সেই প্রশ্ন উঠতেই আদালতের বাইরে কুন্তল ঘোষ বলেন, ''আমার হাতে আংটি নেই। ঘামাচি আছে।''

যুযুধান!
যুযুধান!
কলকাতা: যেন অহিনকুল সম্পর্ক। একজন আরেকজন সুযোগ পেলেই কটাক্ষ ছোড়েন। দুজনেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অপরজন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। এরই মধ্যে হঠাৎ করে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন ওঠে আদালতে৷ বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির সময় ইডির আইনজীবী তাঁর হাত আদালতের সামনে দেখাতে বলেন৷ সেখানে দেখা যায়, হাতে দু’টি আংটি রয়েছে পার্থর৷ সেই নিয়েই ওঠে প্রশ্ন৷ সংশোধনাগারে থাকাকালীন কী ভাবে একজন বন্দির হাতে ‘অরনামেন্টস’ থেকে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী৷ পার্থ অবশ্য জানান, তিনি স্বাস্থ্যের কারণে হাতে আংটি পরেছেন৷ দামি কিছু নয়, খুলে দেবেন৷ এদিন সেই প্রশ্ন উঠতেই আদালতের বাইরে কুন্তল বলেন, ''আমার হাতে আংটি নেই। ঘামাচি আছে।''
যদিও পরে সেই বিষয়ে কুন্তল বলেন, ''আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আংটি পরার জন্য কেউ প্রভাবশালী হয়, তাহলে সিবিআই-এর লজ্জা হওয়া উচিত। বিজেপি মুখপাত্র আর সিবিআই মুখপাত্র এক।''
advertisement
আসলে আদালতের সওয়াল জবাবে প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে চেয়েছিল ইডি৷ ইডির আইনজীবী প্রথমেই আদালতে বলেন, ‘ক্যামেরার সামনে পার্থবাবুর হাত দুটো দেখাতে বলবেন?’ বিচারক তারপর বলেন, ‘পার্থ বাবু হাত দুটো দেখাবেন? তালু দেখাবেন? রিভার্স সাইড প্লিজ’… তার পর আদালতে ইডির আইনজীবীদের তরফ থেকে বলা হয়, ‘দেখতে পেলেন হাতে আংটি। হেফাজতে থাকাকালীন কোনও অরনামেন্ট পরতে পারেন না বন্দি। উনি এতটাই পাওয়ারফুল (প্রভাবশালী) যে উনি অরনামেন্ট পরে আছেন… এতটাই পাওয়ারফুল!’
advertisement
এর পরেই ইডিকে প্রশ্ন করেন, তাঁদের হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি ছিল কি না৷ ইডি জানায়, না! তার পরেই আদলতের তরফ থেকে প্রশ্ন ওঠে, ‘কী ভাবে সংশোধনাগারে অরনামেন্ট পরে থাকার অনুমতি দিল সংশোধনাগার কর্তৃপক্ষ। কারা আইন ও জেল কোডে বলা আছে সংশোধনাগারে প্রবেশের সময় অরনামেন্ট খুলে দেওয়া হয়। উনি কতটা প্রভাবশালী তাতেই বোঝা যাচ্ছে… জেল হেফাজতে থাকাকালীন টাকা, গয়না সমস্ত কিছু জেল সুপারের হেফাজতে রাখা হয়ে থাকে। তাহলে উনি কি ভাবে আংটি পরে আছেন?’
advertisement
পার্থ চট্টোপাধ্যায়কে ফের প্রশ্ন করে আদালত৷ তিনি কী জানতেন না, সংশোধনাগারে প্রবেশের সময় এগুলো খুলে রাখতে হয়৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি জানতেন না৷ তাঁকে কেউ জানাননি৷ যদিও তারপর আদালত জানায়, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ারও কিছু নেই৷ এদিন তা নিয়ে প্রশ্ন উঠতেই রীতিমতো কটাক্ষের সুর শোনা যায় কুন্তলের মুখে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam | Partha Chatterjee Kuntal Ghosh: এ কী বলে ফেললেন কুন্তল! দেখালেন হাতও! নিশানায় কি পার্থ? তোলপাড় আদালত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement