Scam: ভিন রাজ্যের কাগজ, এ রাজ্যে মাঝরাতে পোড়ানো কেন হল? বিরাট ষড়যন্ত্র! কী ছিল সেই কাগজে জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Scam: সূত্র মারফত জানা গিয়েছে, কাগজগুলি অধিকাংশই বিহারের নথি। তার মধ্যে আসানসোলের খনি অঞ্চলের কিছু কাগজপত্র রয়েছে।
ভাঙড়: রাত বাড়লে ভাঙড়ের আন্দুল গড়ি গ্রামে কিংবা আশেপাশে গ্রামগুলি এই প্রশ্ন নিয়ে বেশ সরগরম হয়ে রয়েছে। আগুন কারা ধরাল?স্থানীয় তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাকেশ রায়চৌধুরীর নাম উঠে এসেছিল,এই কাগজ পোড়ানোর বিষয় নিয়ে। সকাল থেকেই সবাই বলতে শুরু করে, রাজ্য সরকারের তরফ থেকে কোন গোপন নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল ওখানে। সেই বিষয় প্রকাশ্যে আসার পর সিবিআই-ও তৎপর হয়ে মাঠে নেমে পড়ে। জমির এক সময়কার মালিক রাজেশ সিংকে ডেকে পাঠায় সিবিআই।
এত কিছুর পর এখনও পর্যন্ত পরিষ্কার নয়, কাগজগুলো কেন ওখানে পোড়ানো হল? সূত্র মারফত জানা গিয়েছে, কাগজগুলি অধিকাংশই বিহারের নথি। তার মধ্যে আসানসোলের খনি অঞ্চলের কিছু কাগজপত্র রয়েছে। অনেকেই মনে করছেন, এই কাগজপত্র গুলি কোনো অডিট ফার্মের হতে পারে। যার মধ্যে বীরভূম জেলারও বেশ কিছু ব্যবসায়ীর কাগজপত্র রয়েছে। প্রশ্ন,যদি কোন অডিট ফার্মের হয়ে থাকে, তাহলে তারা লরিতে করে বইয়ে এত ব্যয় করে রাতারাতি ওখানে কেন পোড়াতে যাবে?এটা কি অন্য কোনও রাজ্যের পাপ? এ রাজ্যে এনে স্খলন করার চেষ্টা করছিল?
advertisement
advertisement
তাড়দহ পঞ্চায়েতের উপপ্রধান রাকেশ রায়চৌধুরী জানান, ওই ষড়যন্ত্র করেছে বিজেপি এবং আইএসএফ। যদি তাঁর নাম প্রমাণ হয়, তাহলে তিনি নিজেই ফাঁসি কাঠে ঝুলে যাবেন। ওই জমি ২০১১ সালে গৌতম মণ্ডল এবং রাকেশ রায়চৌধুরী বিক্রি করেছিলেন রাজেশ সিংকে। রাজেশ সিং পরে জমিটি ক্যাপ্টেন তিওয়ারিকে দিয়ে দেয়। ক্যাপ্টেন তিওয়ারি পাঁচিল দিয়ে জমিটিকে প্লটিং করবার জন্য কাজ শুরু করেছিল।
advertisement
তার মধ্যে এই ঘটনা রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। ওই কাগজ গুলির মধ্যে রাজ্য সরকারের কোনও দুর্নীতির কাগজ যে নেই, সেটা কিন্তু প্রাথমিকভাবে জেনে গিয়েছে সিবিআই। প্রশ্ন, রাতের বেলায় আগুন ধরানোর মানে কি এটাই ছিল? সকাল হওয়ার আগে সবকিছু আগুনে ভষ্মীভূত হয়ে যাবে! এবং রাজ্য সরকারকে পোড়ানোর দায়ে আবার আক্রমণ করা যাবে ? এই ধরনের তথ্য তাড়দহ পঞ্চায়েতে যথেষ্ট গুঞ্জন সৃষ্টি করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 10:11 AM IST