Anubrata Mondal: কী ইঞ্জেকশন দেওয়া হচ্ছে অনুব্রতকে! আইনজীবীদের গোপনে যা জানালেন কেষ্ট, তুমুল চাঞ্চল্য

Last Updated:

Anubrata Mondal: সূত্রের খবর, কেষ্ট তাঁর আইনজীবীদের সঙ্গে একান্ত আলোচনার বলেন, তিহাড় জেলের হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে নিয়মিত৷

নয়াদিল্লি: গরুপাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। সুতরাং তাঁকে আরও ১৪ দিন ফের তিহাড় জেলেই থাকতে হবে। গত সোমবার জেল হেফাজত শেষে ফের দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল অনুব্রত এবং তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে পেশ করা হয়েছিল তাঁদের। সেই সূত্রেই তিহাড় জেল থেকে তাঁদের আনা হয় আদালতে। সোমবার সেখানেই হুইল চেয়ারে বসে আদালতে পৌঁছন অনুব্রত মণ্ডল। তাঁর পরনে ছিল সাদা রংয়ের টি-শার্ট। জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির পর আদালত থেকে হতাশ মুখে বেরিয়ে আসেন তৃণমূল নেতা। সূত্রের খবর, সেখানেই নিজের আইনজীবীদের বেশ কিছু পরামর্শ দেন তিনি।
সূত্রের খবর, কেষ্ট তাঁর আইনজীবীদের সঙ্গে একান্ত আলোচনার বলেন, তিহাড় জেলের হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে নিয়মিত৷ এই ইঞ্জেকশনগুলি কী এবং কেন তাঁকে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিহাড় জেল কর্তৃপক্ষের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হোক, এই পরামর্শই আইনজীবীদের দিয়েছেন তিনি৷ এই মেডিক্যাল রিপোর্ট পাওয়ার জন্য প্রয়োজনে দিল্লি হাইকোর্টে আবেদন করার পরামর্শও তিনি দিয়েছেন৷
advertisement
advertisement
তখনই কেষ্ট আইনজীবীদের জানান, এই মুহূর্তে খুব নামী-দামি বড় আইনজীবীর ‘ফি’ দেওয়া তাঁর পক্ষে সম্ভব না৷ যে আইনজীবীরা এখন তাঁর মামলা চালাচ্ছেন, তাঁদের দিয়েই এই আবেদন করতে চান কেষ্ট৷ অনুব্রতর এই কথা শুনেই অনেকেই ভাবছেন, তাহলে কি অনুব্রত এখন আর্থিক অনটনে রয়েছেন?
advertisement
সোমবার আদালতে তোলার সময়ও তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেমন আছেন? সঙ্গেসঙ্গেই ছোট উত্তর দেন, ''শরীর ভাল নেই''। সিবিআই-র বিশেষ আদালতের বিচারককেও একই কথা জানান অনুব্রত আইনজীবী। জেল থেকে কেষ্টর মেডিক্যাল ফাইল আদালতে নিয়ে আসার নির্দেশও দেন বিচারক। যদিও এত কিছুর ফের তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: কী ইঞ্জেকশন দেওয়া হচ্ছে অনুব্রতকে! আইনজীবীদের গোপনে যা জানালেন কেষ্ট, তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement