Scam | Ayan Sil Sweta Chakraborty: নিয়োগ দুর্নীতিতে আজ বড় কিছু ঘটবে? ইডি-র কাছে যাচ্ছেন এক 'রহস্যময়ী'! তোলপাড় বাংলা

Last Updated:

Scam | Ayan Sil Sweta Chakraborty: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। অর্পিতা মুখোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে আরেক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী।

আজ শ্বেতাকে তলব!
আজ শ্বেতাকে তলব!
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও এর আগে তলব করেছিল ইডি। বৃহস্পতিবার শ্বেতা সকাল সাড়ে দশটার সময় তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। ব্যাঙ্ক ও গাড়ির বিষয়ে লেনদেন নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, সূত্রের খবর এমনই। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে এমনই দাবি করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন অয়ন শীল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। অর্পিতা মুখোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে আরেক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি, উঠে এসেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ।
advertisement
advertisement
ইডি সূত্রের দাবি,নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অয়নের অফিস থেকে উদ্ধার হয় শ্বেতার গাড়ির নথি। এই শ্বেতা চক্রবর্তী কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টে সাব অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের চাকরি করেন।
advertisement
দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটি বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে পরিচয় শ্বেতা চক্রবর্তীর। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সঙ্গে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং-এর ব্যবসা করেন। অয়ন শীলের প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী।
advertisement
অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানেও পৌরসভাতে নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নামও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। আজ শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলিই জানতে চায় ইডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam | Ayan Sil Sweta Chakraborty: নিয়োগ দুর্নীতিতে আজ বড় কিছু ঘটবে? ইডি-র কাছে যাচ্ছেন এক 'রহস্যময়ী'! তোলপাড় বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement