কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় চুঁচুড়া থেকে আটক করা হয় অয়ন শীল নামে এক ব্যক্তিকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই অয়ন শীলের হদিশ মেলে। শনিবার রাত ১১:৩০ টা নাগাদ অয়ন শীলের এফ ডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে নিয়ে আসা হয়।
এখানে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয় অয়ন শীলকে। ইডি সূত্রের খবর, বেশ কিছু কম্পিউটার ল্যাপটপ এক্সেস করতে পারছিলেন না ইডি আধিকারিকরা। সেই অ্যাক্সেস এবং আরও জিজ্ঞাসাওাদের জন্য তাকে সল্টলেকের এই ভাড়ার অফিসে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, ইডি আধিকারিকরা জানতে চাইছেন নিয়োগ দুর্নীতিতে সরাসরি তাঁর কোন যোগ রয়েছে কিনা, সেই বিষয়ে। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি কোনও টাকা নিয়েছিলেন কিনা বা নিলেও কী কারণে নিয়েছিলেন, এই সম্পর্কিত বিষয়গুলি জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
আরও পড়ুন: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?
দীর্ঘ তিন বছর ধরে এই অয়ন শীল এই বাড়িতে ভাড়া থাকেন। শনিবারই তাঁকে ইডি তরফ থেকে তলব করা হয়। কিন্তু তিনি ইডির কাছে হাজিরা দেননি। বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী জানান, শনিবার সকালেই অয়ন বলেন ইডি নোটিশ দিয়ে তলব করেছে শনিবার। কিন্তু অয়ন বাড়ি ছেড়ে চলে যান হুগলির চুঁচুড়ায়। অয়নের স্ত্রী এবং ছেলে দিল্লিতে থাকেন। এই ভাড়া বাড়িতে অফিসের কিছু কর্মী থাকেন।
আরও পড়ুন: কম্বল নিতে গিয়ে মৃত্যু, পরিবারের অভিযোগেই গ্রেফতার জিতেন্দ্র! রবিবার কী হতে চলেছে, জানেন?
বাড়ির পাশাপাশি অফিস হিসাবে এই ফ্ল্যাটটিকে ব্যবহার করেন অয়ন শীল। ইডির ছয় আধিকারিক-সহ এদিন কেন্দ্রীয় বাহিনীও তল্লাশি করে। অয়ন ও তাঁর স্ত্রীর একটি বিলাসবহুল গাড়িও রয়েছে। ABS infozon pvt limited এই কোম্পানি তথা প্রোডাকশন হাউসে অয়নের স্ত্রী কাকলি যোগ দেন ২০১৩ সালে ১৬ জুলাই ডিরেক্টর পদে। এরপর অয়ন শীল ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি ডিরেক্টর পদে জয়েন করেন। ইডি সূত্রে খবর, প্রমোটিং ছাড়াও অয়ন শীল এর প্রোডাকশন হাউজ রয়েছে। এছাড়াও রয়েছে পেট্রোল পাম্প। কৌশিক গঙ্গোপাধ্যায় এর সঙ্গে একটি সিনেমা করেন অয়ন শীল। প্রোডাকশন হাউসে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কবাডি কবাডি সিনেমা করেন। কিন্তু তা রিলিজ হয়নি। ইডি সূত্রে খবর, ২০১৭ সালে চুঁচুড়া পিপুলপাতিতে একটা প্রজেক্ট করেন প্রোমোটার অয়ন শীল। ওই প্রজেক্টে চল্লিশটি ফ্ল্যাট ছিল। সেখানে অয়নের থেকে একটি ফ্ল্যাট কেনেন শান্তনু বন্দোপাধ্যায়।
কিন্তু ফ্ল্যাট বিক্রি না হওয়াতে ওই প্রজেক্ট বন্ধ করে দেন অয়ন শীল। এই প্রজেক্ট লস হওয়াতে অয়ন প্রোমোটিং ছেড়ে দেন। এরপর সল্টলেকে এসে থাকতে শুরু করেন। Ed সূত্রের খবর, শান্তনুর একাধিক হোটেল, রিসর্ট, প্রমোটিং এর মূল দায়িত্ব ছিল অয়ন শীলের কাঁধে। এদিন ব্যাঙ্কিং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নথি দেখতে চায় ইডি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayan Shil Scam, Scam in west bengal, Shantanu Banerjee