Scam: নিয়োগ দুর্নীতিতে এক ডাক্তারকে তলব CBI-এর! এমন কী দেখেছেন তিনি, তুঙ্গে জল্পনা

Last Updated:

Scam: সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে ওই চিকিৎসককে নোটিস পাঠানো হয়েছে, সোমবার হাজিরা দিতে বলা হয়েছে।

কুন্তল কাণ্ডে চিকিৎসককে তলব
কুন্তল কাণ্ডে চিকিৎসককে তলব
কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের পর এবার সিবিআই নজরে জেল হাসপাতালের চিকিৎসক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির তদন্তে সোমবার তলব করা হল এক চিকিৎসককে। যিনি প্রেসিডেন্সি সংশোধনাগার হাসপাতালে কর্মরত। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে ওই চিকিৎসককে নোটিস পাঠানো হয়েছে, সোমবার হাজিরা দিতে বলা হয়েছে।
কেন চিকিৎসককে তলব? সূত্রের দাবি, কুন্তল ঘোষ বিশেষ সিবিআই আদালত ও হেস্টিংস থানাতে যে অভিযোগ পত্র বা চিঠি পাঠিয়েছিলেন, তাতে সরাসরি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন। সেই সূত্র ধরেই সিবিআই কর্তারা জেনে নিতে চাইছেন যে, কুন্তল কখনও সংশোধনাগার হাসপাতালে চিকিৎসকের কাছে নিগ্রহের অভিযোগ করেছিলেন কি না। আবার এই বিষয়টিও খতিয়ে দেখা হবে যে চিকিৎসক কুন্তলের চিকিৎসা করতে গিয়ে কখনও মারধরের চিহ্ন বা নিগ্রহের কোনও বিষয় লক্ষ্য করেছিলেন কি না। তাই কুন্তলের আনা অভিযোগের সত্যতা যাচাই করতেই জেল হাসপাতালের চিকিৎসককে তলব করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত এই তদন্তে এর আগে কুন্তলের বয়ান রেকর্ড করেছে সিবিআই। ডেকে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকেও। সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল, সুপারের বক্তব্য সন্তোষজনক নয়। সূত্রের দাবি, সংশোধানাগারের সুপার হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে।
advertisement
যদিও সিবিআই সূত্রে দাবি, কোন পরিস্থিতিতে কুন্তল ঘোষ চিঠি লিখেছিলেন? চিঠি লেখার আগে সংশোধনাগারের কোনও আধিকারিকের সঙ্গে কুন্তল কথা বলেছিলেন কি না? বা সুপারকে অভিযোগের কথা আগে বলেছিলেন কুন্তল ? এমনই বেশ কিছু প্রশ্নের মুখে নিজের দায়িত্ব ও কর্তব্যের কথা বলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। প্রসঙ্গত ৩১ মার্চ ও পয়লা মে সংশোধনাগারে বসে চিঠি লেখেন কুন্তল ঘোষ। সেই চিঠি নিয়ে বিশেষ সিবিআই আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কুন্তলকে। জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করে ইডি। ফেব্রুয়ারি মাসে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। তার পর একাধিক বার আদালতে পেশ করা হয়েছে তাকে। কিন্তু সেখানে এহেন কোনও অভিযোগ আনেননি তিনি। হঠাৎ এতদিন পর চিঠি দিয়ে অভিযোগ কেন করলেন কুন্তল? তাহলে কী কারও পরামর্শ? এই প্রশ্ন ওঠে আদালতেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: নিয়োগ দুর্নীতিতে এক ডাক্তারকে তলব CBI-এর! এমন কী দেখেছেন তিনি, তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement