Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর! 'রাজসাক্ষী' হচ্ছেন 'এঁরা'...? সিবিআইয়ের ইঙ্গিতে তোলপাড়

Last Updated:

Scam: আলিপুর বিশেষ সিবিআই আদালতে গ্রুপ ডি ও নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানি পর্বেই উত্তাল হয়ে ওঠে আদালত কক্ষ।

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়!
নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়!
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কী সরকারি আধিকারিকরাই হতে চলেছেন রাজসাক্ষী? বৃহস্পতিবার কার্যত আদালতে এমনই ইঙ্গিত সিবিআইয়ের। প্রসঙ্গত এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে গ্রুপ ডি ও নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানি পর্বেই উত্তাল হয়ে ওঠে আদালত কক্ষ।
চার্জশিটে নাম থাকার পরেও কেন এসএসসি’র প্রোগ্রামিং অফিসার গ্রেফতার নন, যা নিয়ে বৃহস্পতিবার আলিপুর বিশেষ সিবিআই আদালত কক্ষ উত্তাল হয়ে উঠল। সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন অভিযুক্ত পক্ষের আইনজীবী বিপ্লব গোস্বামী ও সঞ্জয় দাশগুপ্ত।
advertisement
advertisement
শুনানি চলাকালীন সঞ্জয় দাশগুপ্ত আদালতে দাবি করেন, এমন কয়েকজন রয়েছেন যাদের নাম নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির চার্জশিটে রাখা হয়েছে। কিন্তু তদন্তের এতদিন পরেও কেন পদক্ষেপ গ্রহণ করল না সিবিআই? এরপরই অপর আইনজীবী বিপ্লব গোস্বামী সরাসরি অভিযোগ করেন চার্জশিটে নাম রয়েছে এসএসসির প্রোগ্রামিং অফিসার থেকে একাধিক আধিকারিকের, যারা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না। কার্যত এই বিষয়কে কেন্দ্র করেই এদিন আদালত কক্ষে তুলকালাম বেধে যায় দুই পক্ষের মধ্যে।
advertisement
এরপরই পাল্টা সিবিআইয়ের ইঙ্গিত চার্জশিটে নাম থাকা কয়েকজনকে মামলায় রাজসাক্ষী করার ভাবনা রয়েছে। দু’তরফের সওয়াল নিয়ে বিচারক জানতে চান সিবিআইয়ের অবস্থান কী ? সিবিআই আদালতে জানায়, সমস্ত অগ্রগতি কেস ডায়েরিতে আছে। তাদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে প্রমাণ আছে কি না তা কেউ জানতে চাইছে না, অন্য কেউ গ্রেফতার হল না কেন তা নিয়ে আদালত কক্ষ উত্তাল করা হচ্ছে।
advertisement
উল্লেখ্য গ্রুপ ডি মামলায় এদিন আদালতে পেশ করা হয় প্রসন্ন রায় ও সুব্রত সামন্ত রায়কে। যাদের আগামী ১৪ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তোলা হয় এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, জীবন সাহা সহ বেশ কয়েকজন এজেন্টকে । যাদের ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর! 'রাজসাক্ষী' হচ্ছেন 'এঁরা'...? সিবিআইয়ের ইঙ্গিতে তোলপাড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement