Sayani Ghosh: কত টাকা লোন নিয়েছিলেন, তা ইডিকে বললেন সায়নী, হঠাৎ ইডির দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Sayani Ghosh: সায়নী ঘোষের দুটি ফ্ল্যাটের মধ্যে অপর একটি ফ্ল্যাট তাঁর মায়ের নামে আছে ।
কলকাতা: সায়নীর ফ্ল্যাট কেনা লোনে! ষাট লক্ষ টাকা লোন নেন সায়নী! রাজ্য যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদে চঞ্চল্যকর তথ্য ইডির হাতে।ইডির কাছে সায়নী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি, সায়নি ইডি কাছে দাবি, ২ টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। একটি ফ্ল্যাট সায়নীর নামে ও অপর ফ্ল্যাট মা বাবার নামে রয়েছে । সায়নী লোন বা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন, দাবি ইডির কাছে সায়নীর । সায়নীর দুটো ফ্ল্যাট দক্ষিণ কলকাতায়।
একটি ফ্ল্যাটের দাম আশি লক্ষ টাকা। এই ফ্ল্যাটের ষাট লক্ষ টাকা ঋণ নিয়েছে সায়নী, দাবি করে ইডির কাছে সায়নী। বাকি টাকা সেভিংসে ছিল। সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনেন। সেভিংসের টাকা নাকি অন্য কোথা থেকে টাকা এসেছিল খতিয়ে দেখছে ইডি। ষাট লক্ষ টাকা লোন নেন বলে দাবি করেন সায়নী ফ্ল্যাট কেনার জন্য। সম্পত্তি ও ফ্ল্যাট কেনার আয়ের উৎস কী? সেই বিষয়ে জানতে চায় ইডি। তখন সায়নীর দাবি করেন। আগামী সপ্তাহে বুধবার সায়নীর ফ্ল্যাটের জন্য লোনের কাগজ নথি, কার থেকে কোথা থেকে লোন নিয়েছে, আইটি-সহ আরও বেশ কিছু ফ্ল্যাট কেনার নথি চাওয়া হয়েছে। কার থেকে নিয়েছেন টাকা, লেনদেন সংক্রান্ত নথি চাইল ইডি।
advertisement
advertisement
সায়নী ঘোষের দুটি ফ্ল্যাটের মধ্যে অপর একটি ফ্ল্যাট তাঁর মায়ের নামে আছে । সেটার দাম ৩৫ লক্ষ টাকা। সেটা ঋণ নিয়ে কেনেনি।সেই ফ্ল্যাটের কেনার নথিও, নগদে কিনলে কোথা থেকে পেলো টাকা সেই নথিও চেয়েছে ইডি।সেখানে সায়নী সশরীরে বা আইনজীবী মারফত নথি পাঠাতে পারেন।সায়নী শুক্রবার ব্যাংকের নথি, আইটি রিটার্ন নথি নিয়ে এসেছিলেন সিজিও দফতরে। কিন্তু আরও কিছু নথির প্রয়োজন। সায়নীর বিপুল সম্পত্তি বেশিরভাগই নগদে লেনদেন বা কেনা , বলে ইডি সূত্রে খবর। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আয়কর রিটার্ন নিয়ে সন্দিহান গোয়েন্দারা।
advertisement
সায়নী একাধিক ফ্ল্যাট বিপুল সম্পত্তির আয়ের উৎস কী? কোথা থেকে এল এতো নগদ টাকা? ব্যাঙ্কেক স্টেটমেন্ট ও আয়কর রিটার্নয়ের মধ্যে পার্থক্য কত খানি? এই কয়েকবছরে একাধিক ফ্ল্যাট ও গাড়ি কেনার নগদের আয়ের উৎস কী? সেই বিষয়ে প্রশ্ন করে ইডি সায়নীকে। উত্তরে ধোঁয়াশা রয়েছে দাবি,গোয়েন্দাদের। কুন্তলের সঙ্গে কীভাবে যোগাসাজস কীভাবে লেনদেন ইডি তরফে জিজ্ঞাসাবাদ সায়নীকে।কুন্তলের নিয়োগ দুর্নীতি টাকায় কি বিপুল সম্পত্তি উত্তর জানতে চাইছে গোয়েন্দারা।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 01, 2023 5:06 PM IST








