দিলীপ ঘোষের ডাকা বৈঠকে থাকছেন না! বিজেপি ছেড়ে সুজাতা-পথে সৌমিত্র খাঁ?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Saumitra khan-এবার কি তাহলে বেসুরে বাজতে শুরু করলেন সৌমিত্র খাঁ? বিজেপি ছেড়ে সুজাতা-পথের পথিক হতে চলেছেন তিনি?
#কলকাতা: বাঁকুড়ায় দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এমনকি জেলা মিডিয়া সেলের গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন সৌমিত্র। এখানেই শেষ নয়, আজ শনিবার বিকেলে দিলীপ ঘোষের ডাকা সাংগঠনিক বৈঠকেও থাকছেন না সৌমিত্র খাঁ। আর তাঁর এই তিন সিদ্ধান্তকে ঘিরেই জল্পনা চরমে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বেসুরে বাজতে শুরু করলেন সৌমিত্র খাঁ? বিজেপি ছেড়ে সুজাতা-পথের পথিক হতে চলেছেন তিনি?
ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। ওইদিনই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আজকের সাংগঠনিক বৈঠকের কথা প্রথম জানানো হয়। তার কিছুক্ষণের মধ্যেই ওই গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ অবশ্য এই গ্রুপ লেফট করার বিষয়টিকে নিছক অসাবধানতার ফল বলে ব্যাখ্যা করতে চাইছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন এমন ঘটনা ঘটেছে যখন তিনি গ্রুপ লেফট করেছেন। সৌমিত্রর দাবি, অনেক গ্রুপ হ্যান্ডেল করতে হয় কাজেই অসাবধানতায় এই ধরনের ছোটখাট 'ভুল' হয়ে যায়। তা না হয় মানা গেল, কিন্তু বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত কেন?
advertisement
এবার আর ক্ষোভ চাপলেন না সৌমিত্র খাঁ। তিনি স্পষ্টই বলছেন, বৈঠকে যোগ দেওয়ার জন্য বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি প্রত্যাশা করেছিলেন তাঁকে আনুষ্ঠানিকভাবে এই বার্তা দেওয়া হবে। অবশ্য এরই পাশাপাশি লকডাউন বিধি মানার কথাও বলছেন সৌমিত্র খাঁ।
advertisement
সৌমিত্র খাঁ-র ঘনিষ্ঠ মহলের বক্তব্য অনুযায়ী, এই ভরাডুবির মধ্যেও রেকর্ড মার্জিনে জয় এসেছে তাঁর এলাকায়। লিড রয়েছে ৪৭ হাজারের বেশি ভোটে। এই পরিস্থিতিতে শাসক দলের সঙ্গে অকারণ কোনও রকম বিবাদে জড়াতে চান না তিনি। লকডাউনের প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিতেই বৈঠক বয়কট মত সৌমিত্র খাঁ। কিন্তু তিনি মুখে একথা বললেও রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, বেসুরোদের তালিকায় তিনি যে থাকতে পারেন এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
advertisement
প্রসঙ্গত খবর পেয়েই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী হেস্টিংসে ডেকেছে। কিন্তু তাতে কতটা চিঁড়ে ভিজবে তা অনুমান করা মুশকিল। কারণ অসুখের শিকড় অনেকটাই গভীরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 05, 2021 1:43 PM IST









