Digha Jagannath Temple: এবার পুরীর আদলে দিঘা জগন্নাথ মন্দিরে ধ্বজাদান করতে পারবেন ভক্তরা! চালু হল বিশেষ ফোন নম্বর

Last Updated:
Digha Jagannath Temple: মাত্র কয়েক মাসের মধ্যেই পর্যটননগরী দিঘার জগন্নাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে।
1/6
মাত্র কয়েক মাসের মধ্যেই পর্যটননগরী দিঘার জগন্নাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে। বর্ষ শেষ হওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছুঁই ছুঁই। এবার ভক্তদের কথা মাথায় রেখেই পুরীর আদলে বিশেষ রীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা জগন্নাথধাম ট্রাস্ট। (তথ্য ও ছবি : মদন মাইতি)
মাত্র কয়েক মাসের মধ্যেই পর্যটননগরী দিঘার জগন্নাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে। বর্ষ শেষ হওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছুঁই ছুঁই। এবার ভক্তদের কথা মাথায় রেখেই পুরীর আদলে বিশেষ রীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা জগন্নাথধাম ট্রাস্ট। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
এবার দিঘার জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে ‘ধ্বজাদান’ ব্যবস্থা। এতদিন পুরীর জগন্নাথ মন্দিরেই মূলত এই পবিত্র রীতিতে অংশ নিতেন ভক্তরা। এবার থেকে দিঘার মন্দিরেও নির্দিষ্ট দিনে ভক্তরা নিজেদের নামে ধ্বজা উত্তোলনের সুযোগ পাবেন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য বিশেষ একটি ফোন নম্বর চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ করে ধ্বজা সেবার আগাম বুকিং করা যাবে।
এবার দিঘার জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে ‘ধ্বজাদান’ ব্যবস্থা। এতদিন পুরীর জগন্নাথ মন্দিরেই মূলত এই পবিত্র রীতিতে অংশ নিতেন ভক্তরা। এবার থেকে দিঘার মন্দিরেও নির্দিষ্ট দিনে ভক্তরা নিজেদের নামে ধ্বজা উত্তোলনের সুযোগ পাবেন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য বিশেষ একটি ফোন নম্বর চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ করে ধ্বজা সেবার আগাম বুকিং করা যাবে।
advertisement
3/6
পুরীর মন্দিরে দীর্ঘদিন ধরেই ধ্বজা দান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে মানা হয়। বিশেষ তিথি ও উৎসবের দিনে কোন ভক্তের দেওয়া ধ্বজা মন্দিরের চূড়ায় ওড়ানো হবে, তার জন্য নিলামও হয়। যদিও দিঘার জগন্নাথ মন্দিরে আপাতত নিলাম ব্যবস্থা চালু হয়নি, তবে ধ্বজা সেবার মাধ্যমে ভক্তদের এই পবিত্র আচার পালনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
পুরীর মন্দিরে দীর্ঘদিন ধরেই ধ্বজা দান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে মানা হয়। বিশেষ তিথি ও উৎসবের দিনে কোন ভক্তের দেওয়া ধ্বজা মন্দিরের চূড়ায় ওড়ানো হবে, তার জন্য নিলামও হয়। যদিও দিঘার জগন্নাথ মন্দিরে আপাতত নিলাম ব্যবস্থা চালু হয়নি, তবে ধ্বজা সেবার মাধ্যমে ভক্তদের এই পবিত্র আচার পালনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
advertisement
4/6
দিঘা জগন্নাথধাম ট্রাস্টের অন্যতম রাধারমণ দাস জানিয়েছেন, পুরীর মতোই দিঘার মন্দিরেও ধ্বজা দান করতে পারবেন ভক্তরা। তিনি বলেন, ধ্বজা সেবার দিন ও তিথি অনুযায়ী ধ্বজার মূল্য নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করলে দিনমাহাত্ম্য, খরচ এবং অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
দিঘা জগন্নাথধাম ট্রাস্টের অন্যতম রাধারমণ দাস জানিয়েছেন, পুরীর মতোই দিঘার মন্দিরেও ধ্বজা দান করতে পারবেন ভক্তরা। তিনি বলেন, ধ্বজা সেবার দিন ও তিথি অনুযায়ী ধ্বজার মূল্য নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করলে দিনমাহাত্ম্য, খরচ এবং অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
advertisement
5/6
প্রতিদিন বিকাল প্রায় চারটে নাগাদ মন্দিরের সেবায়েতরা নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করেন। পুরীর মন্দিরেও একই সময়ে এই রীতি পালন করা হয়। রাধারমণ দাস জানিয়েছেন, দিঘার মন্দিরের চূড়ায় ধ্বজা ওড়ানোর দৃশ্য দেখতে ইতিমধ্যেই ভক্ত ও পর্যটকদের ভিড় বাড়ছে। পুরীর মতোই সেবায়েতরা বিশেষ কৌশলে মন্দিরের কাঠামো বেয়ে উঠে চূড়ায় ধ্বজা বাঁধেন।
প্রতিদিন বিকাল প্রায় চারটে নাগাদ মন্দিরের সেবায়েতরা নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করেন। পুরীর মন্দিরেও একই সময়ে এই রীতি পালন করা হয়। রাধারমণ দাস জানিয়েছেন, দিঘার মন্দিরের চূড়ায় ধ্বজা ওড়ানোর দৃশ্য দেখতে ইতিমধ্যেই ভক্ত ও পর্যটকদের ভিড় বাড়ছে। পুরীর মতোই সেবায়েতরা বিশেষ কৌশলে মন্দিরের কাঠামো বেয়ে উঠে চূড়ায় ধ্বজা বাঁধেন।
advertisement
6/6
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র সেবায়েতদের মাধ্যমেই ধ্বজা উত্তোলন করা হতো। এবার সেই পবিত্র রীতির সঙ্গে সাধারণ ভক্তদের যুক্ত করা হচ্ছে। কোনও ভক্ত চাইলে বিশেষ দিনে এই ধ্বজা সেবার অংশ নিতে পারেন। তবে ধ্বজা সেবার জন্য ৭৩৬৩০৮৩৮৪২ নম্বরে ফোন করে আগাম বুকিং করতে হবে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র সেবায়েতদের মাধ্যমেই ধ্বজা উত্তোলন করা হতো। এবার সেই পবিত্র রীতির সঙ্গে সাধারণ ভক্তদের যুক্ত করা হচ্ছে। কোনও ভক্ত চাইলে বিশেষ দিনে এই ধ্বজা সেবার অংশ নিতে পারেন। তবে ধ্বজা সেবার জন্য ৭৩৬৩০৮৩৮৪২ নম্বরে ফোন করে আগাম বুকিং করতে হবে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
advertisement