#কলকাতা: এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukhopadhyay Health Update)। অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি৷ তবে মানসিকভাবে সম্পূর্ণ সচেতন আছেন৷ খাবারও খাচ্ছেন৷ শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক (Sandhya Mukhopadhyay Health Update)।
বৃহস্পতিবার যখন তিনি অ্যাপোলো হসপিটালে ভর্তি হন, তখন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ছিল। এখনও তিনি কোভিড মুক্ত নন। কীংবদন্তি শিল্পীকে সুস্থ করার লাগাতার চেষ্টা করছেন চিকিৎসকেরা৷ নতুন করে কোনও শারীরিক সমস্যা দেখা দেয়নি। তবে তাঁর রক্তচাপ কম, ভেসোপ্রেসর সাপোর্টের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে (Sandhya Mukhopadhyay Health Update)। ফুসফুস ও হৃদ্যন্ত্রের চিকিৎসা চলছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) একাধিক অঙ্গ ঠিকভাবে কাজ করছে না অর্থাৎ মাল্টি অর্গ্যান ডিসফাংশন রয়েছে। যা কিছুটা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকমহলে৷ তবে তাঁর গায়িকার জ্ঞান রয়েছে। রাইস টিউব নয়, মুখ দিয়েই খাবার খাচ্ছেন তিনি।
আরও পড়ুন: পরীক্ষা বাড়তেই বাড়ল করোনা আক্রান্ত ও সংক্রমণের হার, রাজ্যে একদিনে মৃত ৩৫!
তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। রয়েছেন ডঃ শুসান মুখোপাধ্যায় (ডিরেক্টর ও এইচওডি, কার্ডিওথোরাসিক সার্জারি), ডঃ প্রকাশ চন্দ্র মণ্ডল (এইচওডি কার্ডিওলজি), ডঃ বুদ্ধদেব চট্টোপাধ্যায় ( ডিরেক্টর, অর্থোপেডিক), ডঃ রঞ্জন কামিল্যা (সিনিয়র কনসালট্যান্ট, অর্থোপেডিক সার্জন), ডঃ সন্দীপ কুমার ভট্টাচার্য (কনসালট্যান্ট নেফরোলজিস্ট)।
আরও পড়ুন: পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক
শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় এক সপ্তাহ হতে চললেও তাঁর শারীরিক অবস্থায় বড় পরিবর্তন আসেনি৷ হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার হাসপাতাল সূত্রে জানা যায়, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে। করোনার আরটিপিসিআর (RTPCR) টেস্ট, রিপোর্ট পজিটিভ এলে তাঁকে অ্যাপোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আপাতত শিল্পীর চিকিৎসায় কোনও ত্রুটি রাখছেন না চিকিৎসকমহল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।