Saltlake Guest House Blast: সল্টলেকের গেস্ট হাউসে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলেন এক মহিলা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সল্টলেকের একটি গেস্ট হাউজের চার তলায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে
#কলকাতা: সল্টলেকের একটি গেস্ট হাউজের চার তলায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Saltlake Guest House Blast)।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সল্টলেকের বিএ ব্লকের একটি গেস্ট হাউসের চার তলার একটি ঘরে বিস্ফোরণ হয় (Saltlake Guest House Blast)।বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। খবর দেওয়া হয় পুলিশে! ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী। দরজা ভেঙে ঝলসে যাওয়া অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে! বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। কীভাবে হল বিস্ফোরণ? খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
advertisement
advertisement
বিস্ফোরণ ঘটে বিধাননগর উত্তর থানা এলাকার বিএ ব্লকের ১৪ নম্বর বাড়িতে। বাড়িটি গেস্ট হাউজ হিসাবে ভাড়া দেওয়া হয়। গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
advertisement
অন্যদিকে, বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ডের গিরিডি (Blast in Rail Track)। বুধবার রাত দেড়টা নাগাদ ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণে রেল ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, রুট বদল করতে হল রাজধানী-সহ বহু ট্রেনের। মাওবাদীরা এই বিস্ফোরণ (Blast in Rail Track)ঘটিয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনাস্থল থেকে মিলেছে মাওবাদীদের একাধিক পোস্টার। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ওই রুটে বহু ট্রেন বাতিল করা হয়। রাজধানী-সহ অনেক ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। নিরাপত্তার কারণে, হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস। একই সঙ্গে গয়া-আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে।
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 27, 2022 10:35 PM IST