Home » Photo » kolkata » Lakshmir Vandar|| লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে নিয়ম বদল! আবেদনের নতুন নির্দেশ জানুন...
Lakshmir Vandar|| লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে নিয়ম বদল! আবেদনের নতুন নির্দেশ জানুন...
Lakshmir Vandar New guideline from Nabanna: লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে নিয়ম বদল রাজ্যের। আবেদনকারীদের ব্যাঙ্কে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নয়া নির্দেশ।
*লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে নিয়ম বদল রাজ্যের। আবেদনকারীদের ব্যাঙ্কে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি।
2/ 5
*নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব এইচ. কে. দ্বিবেদী। সেই বৈঠকে মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছেন। সংগৃহীত ছবি।
3/ 5
*প্রসঙ্গত, প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষীর ভান্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত। কিন্তু, এ বারে জয়েন্ট অ্যাকাউন্ট নয়, শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। সংগৃহীত ছবি।
4/ 5
*জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নয়া নির্দেশ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আধার সংযুক্তিকরণের ওপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সংগৃহীত ছবি।
5/ 5
*খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ বাড়াতে হবে। এ দিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। পাড়ায় সমাধানের ক্যাম্পগুলো আরও প্রত্যন্ত গ্রামাঞ্চলে করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যার বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। সংগৃহীত ছবি।