জামিন পাওয়ার পরেও ফের গ্রেফতার সাকেত! নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে ক্ষুব্ধ TMC
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এবার সাকেতের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।
#কলকাতা: জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার হয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। এবার সাকেতের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে সময়ও চেয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, আগামী ১২ তারিখ তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, একটি ট্যুইটকে ঘিরে অভিযোগ এনে গত মঙ্গলবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিন পান। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল নেতৃত্ব।
এদিন তৃণমূল নেতা তাপস রায় বলেন, "ট্যুইটে তো গ্রেফতার হল। আবার জামিন পাওয়ার পরেও গ্রেফতার হল। এভাবে বারবার তো হতে পারে না। এখনও গুজরাত ইসির আওতায়। এভাবে চলতে পারে না। বিজেপি ওয়ারেন্ট, নোটিশের ধার কাছে থাকে না। সাকেত নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা করছে।"
advertisement
advertisement
ইতিমধ্যে গুজরাত রওনা হয়ে গিয়েছেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। এই দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, শান্তনু সেন এবং লোকসভার সাংসদ সুনীল মণ্ডল, খলিলুর রহমান ও অসিত মাল।
advertisement
মূলত, সাকেতকে কেন বারবার গ্রেফতার করা হচ্ছে এবং কী কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাইবেন তৃণমূলের সাংসদরা।
Gujarat Police arrests @SaketGokhale twice in a span of three days, that too with the Model Code of Conduct still being in place! Election Commission remains completely surrendered, continuously acting as a subservient to @BJP4India. Democracy remains to be in shambles!
— Abhishek Banerjee (@abhishekaitc) December 9, 2022
advertisement
সাকেতের গ্রেফতারি নিয়ে ট্যুইটও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "গত তিন দিনে দুবার সাকেতকে গ্রেফতার করেছে। এখনও গুজরাতে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। ক্রমাগত বিজেপি-র অনুগত হিসাবে কাজ করছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2022 1:54 PM IST