BISWAJIT SAHA #কলকাতা: সেন্ট পলস ক্যাথিড্রালে বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনা। রাত ১১ টায় শুরু প্রার্থনা। চলবে সাড়ে বারোটা পর্যন্ত। যিশুখ্রিস্টের জন্মের সময়টাকে স্মরণে রাখতে এই বিশেষ প্রার্থনা।
এই বিশেষ প্রার্থনার জন্য মাঝরাতেও গির্জার দরজাা খোল। ভক্তদের জন্য গির্জার মূল ফটক খুলে দেওয়া হয় দশটার পরে। সন্ধ্যে থেকে ভক্তের ভিড় জমান চার্চের গেটের সামনেই। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চকে বড়দিনের জন্য বিশেষভাবে আলোকমালায় সাজানো হয়েছে।
ক্যাথিড্রাল চার্চের মধ্যেই তৈরি হয়েছে গোশালা। যিশুখ্রিস্টের জন্মের নানা কাহিনী চিত্র রূপ দেওয়াা হয়েছে। মডেলে দিয়ে সাজানো হয়েছে মনোরম ভাবে।
গির্জার গেটের সামনে যারা জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলে উঠে এলো ছোটবেলার স্মৃতি। কলেজ পড়ুয়া ঈশিতা তিন বন্ধুর সঙ্গে ২৪ এর রাত এনজয় করতে বেরিয়েছেন। ছোটবেলায় সান্তাা টুপি নিয়ে ঘুমিয়ে পড়া। বড়দিনের সকালে উঠে মনের মত ঊপহার। ঈশিতা বললেন, "ছোটবেলায় মা বাবাই সান্তা হয়ে উঠতেন। এখন বড় হয়ে সেটাা বুঝি। আর তাই এখন বন্ধুরাই সান্তা। ওদের সঙ্গে সান্তা গেম খেলি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।