Sagardighi || Bengal BJP: 'সাগরদিঘির' পরেই বড় বার্তা বঙ্গ বিজেপির! 'একটি' বিষয়ে এক সুরে দিলীপ, শুভেন্দু, সৌমিত্র
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
রবিবার সৌমিত্র খাঁ। তারপর এবার শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল জোটের বার্তা। একই সুর দিলীপ ঘোষের গলাতেও।
কলকাতা: সাগরদিঘি জয়ে উল্লসিত বাম-কংগ্রেস। জোট চাইছে বিজেপিও। এবার সরাসরি জোটবার্তা বঙ্গ পদ্ম শিবিরের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল। এ নিয়ে তরজা তুঙ্গে। সাগরদিঘিতে বামের সমর্থনে কংগ্রেসের জয়। বিজেপিরও পরোক্ষে সমর্থনের ইঙ্গিত প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,'বামেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। বিজেপিরও কিছু লোক ভেবেছেন কংগ্রেস বেস্ট অপশন। কংগ্রেসকে ভোট দেওয়া উচিত'। এই আবহেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বার্তা, "জনগণ দেখিয়ে দিয়েছে সাগরদিঘিতে। আমার কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই। আমরা বলব তৃণমূলকে হারাতে সবাই এক যোগে ভোট দিন"।
advertisement
advertisement
রবিবার সৌমিত্র খাঁ। তারপর এবার শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল জোটের বার্তা। একই সুর দিলীপ ঘোষের গলাতেও। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' যেখানে আমাদের ভোটার নেই সেই জায়গায় পঞ্চায়েতে আমরা প্রার্থী নাও দিতে পারি। নিচু তলার মানুষজন ঠিক করবে কাকে ভোট দেবেন'। তবে এটাই প্রথম নয়। সাগরদিঘির ভোটের আগেই বিজেপির নেতৃত্বে এক রাজনৈতিক সভায় মহাজোটে বামেদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
advertisement
আর সাগরদিঘি তৃণমূলের হাতছাড়া হওয়ার পরেই সরাসরি এবার জোট-বার্তা জোড়াল হচ্ছে বিরোধীদের মুখে। এ ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'পার্টি ডিসিশন নেবে। বিজেপির একার ক্ষমতা আছে তৃণমূলকে হারানোর'। শুভেন্দু অধিকারীর বক্তব্য,'মানুষ তৈরি আছে। বাম, কংগ্রেস আগে বলুক, নো ভোট টু মমতা। তারপর মানুষের ওপর ছেড়ে দিন যে কাকে তারা সমর্থন করবে'। বাম শিবিরও তৃণমূলকে উৎখাত করতে জোটবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছে।
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে,'বিজেপি, কংগ্রেস কিম্বা বামেরা ভালই জানে যে জোট করে ভোট টানতে না পারলে তৃণমূলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছোড়া কঠিন। তাই কি বিরোধীদের গলায় এমন অকটপট জোট বার্তা? যাতে পঞ্চায়েত কিম্বা চব্বিশের ভোটের আগে জোটের হাওয়ায় বিরোধী ঐক্যেও ফাটল ধরানো যায়? এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বারবারই বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিচু তলায় সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। কিন্তু কার্যত নড়বড়ে সংগঠনের কারনেই কী ঘুরপথে 'মানুষের জোটের কথা বলে আসলে পঞ্চায়েতে ক্ষমতা দখলের স্বাদ পেতে চাইছে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি'?
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 8:44 PM IST