কিন্তু জানেন কী এমন বেশ কিছু সমাধান রয়েছে যার সাহায্যে সহজেই ঘর রাখা যায় ঠান্ডা ও আরামদায়ক। বেশিদূর না গিয়ে, আপনি একটু মাথা খাটালে আর সামান্য কিছু নিয়ম মানলেই সাধারণ একটা টেবিল ফ্যানেই এসির প্রশান্তি আনা সম্ভব। গরমে নাস্তানাবুদ হওয়ার আগে আজকের এই প্রতিবেদনে জেনে নিন এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ কিছু জবরদস্ত উপায়। প্রতীকী ছবি।