Saayoni Ghosh: স্টাইলে বাপ্পি লাহিড়ী...'যাদবপুরের ডন’, কাকে বললেন? সায়নী ঘোষের ভিডিও ভাইরাল!

Last Updated:

Saayoni Ghosh: অভিনয় রাজনীতি নিয়ে ব‍্যস্ত মানুষ সায়নী। পুরভোটের প্রচারেও তাঁকে দেখা গিয়েছে ঝড় তুলতে। এর মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর (Viral Video)।

নেটপাড়ায় ভাইরাল সায়নী ঘোষ 
Photo : File Photo
নেটপাড়ায় ভাইরাল সায়নী ঘোষ Photo : File Photo
#কলকাতা: গত বিধানসভা ভোটের আগেই অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। টলিপাড়ার আরও কয়েকজন তারকাদের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই স্মার্ট-সপ্রতিভ অভিনেত্রী। আসানসোল থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। তবে অন‍্য পরাজিত তারকাদের মতো রাজনীতির ময়দান ছেড়ে পালাননি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বরং নিজের জায়গা তৈরি করেছেন।
ইতিমধ্যেই যুব তৃণমূলের (TMC) সভাপতি পদে উত্তরণ ঘটেছে তাঁর। অভিনয় রাজনীতি নিয়ে ব‍্যস্ত মানুষ সায়নী। পুরভোটের প্রচারেও তাঁকে দেখা গিয়েছে ঝড় তুলতে। এর মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর (Viral Video)। সম্ভবত এটি একটি পুরনো ভিডিও (Viral Video)। তাতে দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’এ রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন তিনি। আর সেখানেই তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর বাবা। জমে উঠেছিল শো।
advertisement
advertisement
বাবা সমর ঘোষের সঙ্গে খেলতে এসেছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সেই পর্বেরই একটি অংশের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মেয়েকে ছাপিয়ে বাবা নজর কেড়েছেন বেশি। কালো পাঞ্জাবি, গলায় একাধিক সোনার চেন, হাতে আংটি আর চোখে সানগ্লাস। এক্কেবারে বাপ্পি লাহিড়ীর লুকে দেখা যায় অভিনেত্রীর বাবাকে।
advertisement
সায়নী (Saayoni Ghosh) মজা করে নিজের বাবাকে ‘যাদবপুরের ডন’ বলে পরিচয় দিয়েছেন। আসলে তাঁর বাবার রিয়েল এস্টেটের ব‍্যবসা। তাই সামাজিক ক্ষেত্রে পরিচিতি বেশি। কেউ কোনও বিপদে পড়লেই ছুটে যান সমর বাবুর কাছে। সেই সূত্র টেনেই সায়নীর মজাদার মন্তব্য, “কেউ বিপদে পড়লে যাদবপুরে এসে বলবেন, সমর ঘোষ পাঠিয়েছে। তারপর দেখবেন।”
advertisement
দিদি নম্বার ওয়ানে এসে সায়নীর কিছু অজানা গল্পও ফাঁস করে দেন তাঁর বাবা। একসময় বাড়িতে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিলেন সায়নী। তিন বছর আলাদা ছিলেন। কিন্তু একবারও দেখতে যাননি বাবা। শুধু একটি ঘড়ি পাঠিয়েছিলেন, যাতে লেখা ছিল ‘তোমার শুভ সময় আসুক’। প্রসঙ্গত, এরইমধ্যে বহুদিন বাদে ক‍্যামেরার সামনে ফিরেছেন সায়নী। পরিচালক অনীক দত্তের আসন্ন ছবি ‘অপরাজিত’ তে বিমলা রায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন জিতু কামাল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: স্টাইলে বাপ্পি লাহিড়ী...'যাদবপুরের ডন’, কাকে বললেন? সায়নী ঘোষের ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement