Roopa Ganguly: কুণালের সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা, খোঁচা দিলীপেরও! ফেসবুকে কী লিখলেন রূপা?

Last Updated:

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়৷ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বাড়িতে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয় রূপা গঙ্গোপাধ্যায়ের৷

কুণাল- রূপা বৈঠক নিয়ে খোঁচা দিলীপের৷
কুণাল- রূপা বৈঠক নিয়ে খোঁচা দিলীপের৷
#কলকাতা: কুণাল ঘোষের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ৷ আর তা নিয়েই নাম না করে রূপাকে খোঁচা দিলীপ ঘোষের৷ ফেসবুকে তাঁর জবাব দিলেন প্রাক্তন সাংসদও৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়৷ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বাড়িতে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয় রূপা গঙ্গোপাধ্যায়ের৷ এর পরেই রূপার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে৷ কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, এই বৈঠক ছিল নিতান্তই সৌজন্যমূলক এবং এর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়৷ বিজেপি-র প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপাকে 'দিদির মতো' বলেও উল্লেখ করেন কুণাল৷ যদিও তৃণমূল নেতার এই ব্যাখ্যায় রাজনৈতিক জল্পনা থামেনি৷
advertisement
advertisement
এ দিন কুণাল- রূপা সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে কুণাল ঘোষ বলেন, 'আমি আজকাল আর কোনও বড়ো নেতানেত্রীদের খোঁজ রাখি না। শুধু নিজেরটার খোঁজ রাখি। আমি কাউকে গালাগাল করি না। যাঁর যাঁর মনের ব্যাপার কোথায় যাবেন, কোথায় থাকবেন৷ নিজেরাই ঠিক করুন। আমি পার্টিটা মন দিয়ে করি।'
advertisement
এর আগেও ভোটের মুখে তৃণমূল থেকে আসা বিভিন্ন নেতা বা সেলিব্রিটিদের সুযোগ সন্ধানী বলে কটাক্ষ করেছেন দিলীপ৷ এ দিনও রূপা গঙ্গোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, 'পার্টি নিজের প্রয়োজনে অনেককে নেয়। আবার অনেক সেলিব্রিটিরাও আসেন নিজের প্রয়োজনে। কিন্তু সাধারণত রাজনৈতিক দলগুলি প্রচার পাওয়ার জন্য সেলিব্রিটিদের নেয়। ভোট আসুক আবার তখন দেখা যাবে!'
advertisement
দিলীপ ঘোষের এই মন্তব্যের আগেই অবশ্য ফেসবুকে কুণালের সঙ্গে বৈঠক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রূপা গঙ্গোপাধ্যায়৷ ফেসবুকে তিনি লেখেন, 'যাঁরা গাল দিচ্ছেন, তাঁদের অনেকেই মেদিনীপুর, খড়্গপুরের লোক৷ গল্পটা বুঝলাম না৷ আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করি কম, প্রোফাইল সার্চ করি বেশি৷' রূপা গঙ্গোপাধ্যায় নাম না করলেও দিলীপ ঘোষ মেদিনীপুরেরই সাংসদ৷
advertisement
ওই পোস্টেরই কমেন্ট বক্সে রূপা আরও লেখেন, 'আমার সঙ্গে গত পাঁচ বছরে বিমানে সব দলের নেতৃত্বের দেখা হয়েছে৷ তাহলে তো কারও সঙ্গে কথা বলা যাবে না৷ কী ভয়ঙ্কর বিপদ৷' অন্য একটি কমেন্টের উত্তরে বিজেপি নেত্রী আরও লিখেছেন, 'আমি মোদি ভক্ত, তাই থাকব৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Roopa Ganguly: কুণালের সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা, খোঁচা দিলীপেরও! ফেসবুকে কী লিখলেন রূপা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement