Mamata Banerjee home security: বসছে ওয়াচ টাওয়ার, অ্যালুমিনিয়ামের ঘেরাটোপ! মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা এবার আরও পোক্ত

Last Updated:

গত শনিবার গভীর রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের বাসিন্দা এক যুবক৷

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার৷
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার৷
#কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে যুবকের ঢুকে পড়ার জের৷ আরও জোরদার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে বসছে অ্যালমুনিয়ামের শিটের প্রাচীর, তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ারও৷ পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যাও৷
গত শনিবার গভীর রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের বাসিন্দা এক যুবক৷ পরের দিন সকাল আটটা নাগাদ তাকে চিহ্নিত করেন নিরাপত্তারক্ষীরা৷ এর পরেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা৷
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷ এতদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে কংক্রিটের দেওয়াল ছিল। কংক্রিটের দেয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর। এই অ্যালমুনিয়াম শিটের প্রাচীর টপকে সহজে কেউ উঠতে পারবে না৷
advertisement
এ ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরাদারি চালাতে পাশাপাশি দু'টি ওয়াচ টাওয়ার বসানো হবে। একটি ওয়াচ টাওয়ার বসানো হবে আলিপুর জেল সংলগ্ন এলাকায়৷ অন্যটি থাকবে আদি গঙ্গা লাগোয়া বলরাম ঘাটের দিকে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে৷ শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, গত শনিবারের ঘটনার পর নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরালো করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee home security: বসছে ওয়াচ টাওয়ার, অ্যালুমিনিয়ামের ঘেরাটোপ! মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা এবার আরও পোক্ত
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement