হোম /খবর /কলকাতা /
মেয়ো রোডে বড় দুর্ঘটনা! উল্টে গেল হাওড়া রুটের যাত্রীবোঝাই মিনিবাস, মৃত ১

Road Accident: মেয়ো রোডে বড় দুর্ঘটনা! উল্টে গেল হাওড়া রুটের যাত্রীবোঝাই মিনিবাস, মৃত ১

মেয়ো রোডে মারাত্মক দুর্ঘটনা

মেয়ো রোডে মারাত্মক দুর্ঘটনা

Road Accident: বেশ কয়েকজনের চোট গুরুতর। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • Share this:

কলকাতা: মেয়ো রোডে মারাত্মক দুর্ঘটনা। উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস। এদিন বিকাল নাগাদ হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস উল্টে যায়। সেই সময়ে বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। ঘটনায় ১৯ থেকে ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর। তবে এখনও ২-৩ জন আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন আচমকা বিকট শব্দ হয়। তারপরেই দেখা যায় একটি যাত্রীবোধাই বাস উল্টে গিয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে আশেপাশের সকলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উল্টে গিয়েছে।

আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো

আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে

পরে দ্রুত দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২১ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার জেরে মেয়ো রোডের কিছু অংশে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

কল্যাণ মণ্ডল

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Accident, Bus Accident