RG Kar Protest: পুজো মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯ জনের পুলিশ হেফাজত, কোর্ট চত্বরেও বিক্ষোভ আন্দোলনকারীদের

Last Updated:

RG Kar Case: বুধবার ত্রিধারার পুজো মণ্ডপের সামনে We want justice এই স্লোগানের সঙ্গে পুলিশকে উদ্দেশ্য করেও বিদ্রুপ করার অভিযোগে ৯ জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়েছিল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: পুজোর মরশুমে অব্যাহত আরজি কর কাণ্ডের প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা কর্মসূচির পাশাপাশি মণ্ডপে মণ্ডপে উঠছে প্রতিবাদের স্লোগান। বুধবার ত্রিধারার পুজো মণ্ডপের সামনে We want justice এই স্লোগানের সঙ্গে পুলিশকে উদ্দেশ্য করেও বিদ্রুপ করার অভিযোগে ৯ জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের আজ আদালতে পেশ করা হলে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রিধারার সামনে স্লোগান দিয়ে ধৃতদের রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পেশ করা হয় আলিপুর আদালতে। ধৃতদের বিরুদ্ধ ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তারমধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ। সরকার পক্ষের আইনজীবী এদিন আদালতে জোর সওয়াল করেন। তারপরই ধৃত ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
advertisement
advertisement
এদিন ধৃতদের আদালত পেশ করার সময়ও বাইরে উপস্থিত ছিলেন প্রতিবাদী জনতা। আলিপুর আদালতের বাইরেও স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে অনেকেই ভেবেথিল জামিন পেয়ে যাবেন ধৃতরা। কিন্তু আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিতেই আলিপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। একইসঙ্গে দিয়েছেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারীও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Protest: পুজো মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯ জনের পুলিশ হেফাজত, কোর্ট চত্বরেও বিক্ষোভ আন্দোলনকারীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement