Abhishek Banerjee: ‘১০ দিন কেটে গিয়েছে...,’ আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় সরব অভিষেক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এরপরে অভিষেক লেখেন, ‘প্রত্যেক দিন ৯০টি করে ধর্ষণের ঘটনা, প্রতি ঘণ্টায় ৪ জন এবং প্রত্যেক ১৫ মিনিটে একজন৷ এই মুহূর্তে কোনও কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার৷
কলকাতা: গত ১৪ অগাস্টের পরে ফের আর জি করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পরে ১০ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হল না, তা নিয়ে বৃহস্পতিবারের পোস্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ৷
এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, বিচার চাইছেন৷ কিন্তু, ঠিক যখন বিচারের প্রত্যাশায় মানুষ পথে নামছেন এই নারকীয় ঘটনার বিচার চেয়ে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটছে৷ দুঃখজনক ভাবে, বৃহত্তর ক্ষেত্রে এর সমাধানের প্রশ্ন থেকে যাচ্ছে আলোচনার বাইরেই৷’
advertisement
advertisement
এরপরে অভিষেক লেখেন, ‘প্রত্যেক দিন ৯০টি করে ধর্ষণের ঘটনা, প্রতি ঘণ্টায় ৪ জন এবং প্রত্যেক ১৫ মিনিটে একজন৷ এই মুহূর্তে কোনও কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার৷ আমাদের প্রয়োজন কড়া আইন, যা ঘটনার ৫০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া এবং দোষীদের শাস্তি প্রক্রিয়া নিশ্চিত করবে৷ কড়া শাস্তির বিধান দেবে৷ শুধু মাত্র ফাঁকা প্রতিশ্রুতি নয়৷ রাজ্য সরকারদের উচিত কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কড়া আইন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা৷ তার চেয়ে কম কোনও কিছুই মেনে নেওয়া যায় না৷’
advertisement
আরও পড়ুন: নবান্ন অভিযানে শুভেন্দু! ‘গুলি চালাবেন না’ পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার
প্রসঙ্গত, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এবং সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেও কেন দীর্ঘায়িত হচ্ছে বিচারপ্রক্রিয়া, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল৷ আগামী শনিবার ২৪ অগাস্ট আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে রাজ্যজুড়ে পথে নামবে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 22, 2024 12:06 PM IST