CV Anand Bose: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের

Last Updated:

এদিন রাজ্যপালের তরফে জানানো হয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফাস্ট ট্র্যাক মোডে বিচার হবে বলে জানিয়েছেন রাজ্যপাল৷

কলকাতা: সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর৷
এদিন রাজ্যপালের তরফে জানানো হয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফাস্ট ট্র্যাক মোডে বিচার হবে বলে জানিয়েছেন রাজ্যপাল৷
আরও পড়ুন: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের
রাজ্যপাল জানিয়েছেন, আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কাছ থেকে হৃদয় বিদারক চিঠি পাওয়ার পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সেখানে নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানান৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও
এছাড়া, এখানকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল ও জনরোষ প্রসঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন বলে জানান৷
ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি জানিয়ে, গত ২২ অগাস্টের পরে শুক্রবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ যদিও এদিনও উত্তর আসে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Anand Bose: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement