R G Kar Incident: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷
কলকাতা: আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজে ফেরার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও৷ তবে এখনই সম্পূর্ণ ভাবে পরিষেবা শুরু করছেন না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ তবে শুক্রবার তাঁদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন তাঁরা৷
শুক্রবার সন্ধেবেলা জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁদের টেলিমেডিসিন পরিষেবা চলবে৷
এছাড়াও, জানানো হয়, রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প৷ যার নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷
advertisement
আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও
আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷
advertisement
আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯-১০ আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন তাঁরা৷
আরও পড়ুন: সুখবর! এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! কত টাকা পাবেন, কীভাবে আবেদন জানুন
গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন। কিন্তু তাতেও কাটেনি জট। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 30, 2024 11:06 PM IST