R G Kar Incident: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

Last Updated:

আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷

কলকাতা: আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজে ফেরার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও৷ তবে এখনই সম্পূর্ণ ভাবে পরিষেবা শুরু করছেন না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ তবে শুক্রবার তাঁদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন তাঁরা৷
শুক্রবার সন্ধেবেলা জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁদের টেলিমেডিসিন পরিষেবা চলবে৷
এছাড়াও, জানানো হয়, রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প৷ যার নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷
advertisement
আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও
আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷
advertisement
আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯-১০ আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন তাঁরা৷
আরও পড়ুন: সুখবর! এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! কত টাকা পাবেন, কীভাবে আবেদন জানুন
গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন। কিন্তু তাতেও কাটেনি জট। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Incident: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement