RG Kar Polygraph Test: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা কাটাতে তৎপর সিবিআই! বৃহস্পতিতেই হাইকোর্টে যাওয়ার ভাবনা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নিরাপত্তার কারণে পলিগ্রাফ পরীক্ষার সম্মতি আদায়ের ভার্চুয়াল শুনানি চেয়ে আজ, বুধবার শিয়ালদা কোর্টে যায় সিবিআই৷ আদালত জানায় এক্ষেত্রে কনসেন্ট বা সম্মতি সই কী ভাবে হবে? হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হবে বলে জানানো হয় শিয়ালদা কোর্টের তরফে৷ তাই আগামিকাল হাইকোর্টে যেতে পারে সিবিআই৷
কলকাতা: আরজি কর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট কি আদৌ হবে? তা নিয়েই এখন তৈরি হয়েছে জটিলতা৷ কারণ, অভিযুক্তের হয়ে মামলা লড়তে রাজি নন কোনও আইনজীবী৷ এদিকে, পলিগ্রাফ টেস্ট কী? তা দিয়ে কী করা হয়, কী যাচাই করা হয়, এই সব কিছু না বুঝিয়ে টেস্টের জন্য অভিযুক্তের সম্মতিপত্র আদায়ও সম্ভব নয়৷ তাই প্রক্রিয়া আপাতত রয়েছে থমকে৷
এদিকে, সিবিআই মনে করছে, সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানো হলে, অনেক ধোঁয়াশাই কেটে যেতে পারে৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের সঞ্জয় যা জানিয়েছেন, তা কতটা সত্যি কতটা মিথ্যে তা-ও আন্দাজ করা যাবে অনেকটাই৷ কিন্তু, মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা৷ এবার তাই সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানো নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই৷
advertisement
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার নাম-পরিচয় মুছতে হবে সোশ্যাল মিডিয়া থেকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করাল কেন্দ্র
সূত্রের খবর, সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টের সম্মতি সংক্রান্ত শুনানি ভার্চুয়াল করাতে চাইছে সিবিআই৷ ভার্চুয়াল শুনানির অনুমতি পেতে হাইকোর্টে যেতে পারে সিবিআই৷ আগামিকাল, বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
নিরাপত্তার কারণে পলিগ্রাফ পরীক্ষার সম্মতি আদায়ের ভার্চুয়াল শুনানি চেয়ে আজ, বুধবার শিয়ালদা কোর্টে যায় সিবিআই৷ আদালত জানায় এক্ষেত্রে কনসেন্ট বা সম্মতি সই কী ভাবে হবে? হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হবে বলে জানানো হয় শিয়ালদা কোর্টের তরফে৷ তাই আগামিকাল হাইকোর্টে যেতে পারে সিবিআই৷
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের! বাড়তি কত টাকা? পূর্ব সিদ্ধান্ত মতো ঘোষণা নবান্নের
মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনও আইনজীবী ছিল না। সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি। পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়, যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে। এরপরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Aug 21, 2024 8:32 PM IST








