Central Ministry RG Kar: আরজি করের নির্যাতিতার নাম-পরিচয় মুছতে হবে সোশ্যাল মিডিয়া থেকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করাল কেন্দ্র

Last Updated:

ইতিমধ্যেই নির্যাতিতার নাম-পরিচয় সামনে আনার বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল লালবাজার৷ তলব করা হয়েছে নাম-পরিচয় প্রকাশে অভিযুক্ত অন্যান্যদেরও৷

কলকাতা: সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজি কর কাণ্ডে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের নাম, পরিচয়, ঠিকানা অথবা তাঁর সম্পর্কিত  যে কোনও তথ্য সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স মন্ত্রক৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সমস্ত সমাজমাধ্যম (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যম থেকে নিহতের নাম, ফোটোগ্রাফ এবং ভিডিয়ো ক্লিপিংস-সহ সমস্ত ‘পরিচয়চিহ্ন’ দ্রুত অপসারণ করতে হবে৷
আরজি কর-কাণ্ডের নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের ছবি এবং নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার ঘটনা নিয়ে এ বার তৎপর হল কেন্দ্রীয় সরকার৷
ইতিমধ্যেই নির্যাতিতার নাম-পরিচয় সামনে আনার বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল লালবাজার৷ তলব করা হয়েছে নাম-পরিচয় প্রকাশে অভিযুক্ত অন্যান্যদেরও৷
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের! বাড়তি কত টাকা? পূর্ব সিদ্ধান্ত মতো ঘোষণা নবান্নের
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের তরফে নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে৷ এই ধরনের সংবেদনশীল তথ্য যাতে কোনও ভাবেই প্রকাশ্যে না আসে, সমাজমাধ্যম পরিচালন সংস্থাগুলিকে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশের অন্যথা হলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে৷
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদের ডাক! বিশৃঙ্খলা এড়াতে আরও নিরাপত্তা বাড়াচ্ছে সাবধানী নবান্ন
প্রায় এক দশক আগে জারি করা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর ছবি, পরিচয় ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স-এর মতো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে৷ যার পরে তৎপর হতে দেখা যায় লালবাজারকেও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Ministry RG Kar: আরজি করের নির্যাতিতার নাম-পরিচয় মুছতে হবে সোশ্যাল মিডিয়া থেকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করাল কেন্দ্র
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement