RG Kar Murder: সিজিও কমপ্লেক্সে চিকিত্সক তরুণীর দুই বন্ধু! এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, আরজি করে এখন কী পরিস্থিতি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
RG Kar Murder:সিজিও কমপ্লেক্সে এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার। শনিবার সিজিওতে গিয়েছিলেন মৃতা চিকিত্সক তরুণীর দুই বন্ধু। এই দুই বন্ধু নির্যাতিতার সঙ্গীরও বন্ধু।
কলকাতা: সিজিও কমপ্লেক্সে এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার। শনিবার সিজিওতে গিয়েছিলেন মৃতা চিকিত্সক তরুণীর দুই বন্ধু। এই দুই বন্ধু নির্যাতিতার সঙ্গীরও বন্ধু। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল নির্যাতিতা ও তাঁর সঙ্গীর দুই ‘কমন ফ্রেন্ড’ বা বন্ধুকে।
প্রসঙ্গত, বেশ কিছু প্রমাণ, জামা কাপড়-সহ আরও কিছু জিনিসপত্র সিএফএসএল (সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি)-এ নিয়ে যাওয়া যাওয়ার জন্য বেরোলো ফরেন্সিক দল। শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
advertisement
advertisement
শুক্রবার মাঝরাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। সিজিও কমপ্লেক্সে এরপর শুরু হয় সন্দীপের জেরা। গভীর রাত পর্যন্ত চলে জেরা। তাঁর বিশেষ অনুরোধ এর কিছু ক্ষণের জন্য বাড়িতে ছাড়া হয়। শুক্রবার সকালে ফের একবার সিজিও কমপ্লেক্সে আসেন সন্দীপ। ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ, বেসরকারি নিরাপত্তারক্ষী-সহ আরও ৯ জনকে তলব করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 2:17 PM IST

