SET Result: ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই সেটের ফল, জানুয়ারি শুরুতেই মডেল উত্তরপত্র আপলোড হবে কমিশনের ওয়েবসাইটে
- Published by:Soumendu Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গত ১৫ ই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন সেট এর পরীক্ষা নেয়। ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন এই পরীক্ষা দেওয়ার জন্য এবারে।
কলকাতা: অধ্যাপক নির্ণয়ের যোগ্যতা মান পরীক্ষা ‘সেটের’ ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। অন্তত তেমনটাই খবর, কলেজ সার্ভিস কমিশন সূত্রে । গত ১৫ই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত হয় সেট পরীক্ষা। কমিশন সূত্রে খবর, পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চায় কমিশন। সেই মোতাবেক প্রস্তুতিও নিতে শুরু করেছে কমিশন। এবার সেটের পরীক্ষার জন্য মোট ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। মোট ৮৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে কলেজ সার্ভিস কমিশন।
প্রথমত, অ্যাডমিট কার্ডে কিউআর কোড-এর ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, সেটের পরীক্ষার প্রশ্নপত্রেও কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। যাতে প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যায়। পাশাপাশি সাইবার সিকিউরিটির কথা মাথায় রেখেও প্রশ্নপত্রে এই প্রযুক্তির ব্যবহার করেছিল কলেজ সার্ভিস কমিশন। এছাড়াও কোশ্চেন বুকলেট পরীক্ষার ঘরেই খোলার সিদ্ধান্ত নিয়েছিল কলেজ সার্ভিস কমিশন।
advertisement
আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর পরীক্ষা নেওয়ার ৬০ দিনের মাথাতেই ফল প্রকাশ করতে চায় কমিশন। তার জন্য মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। কমিশন সূত্রে খবর জানোনি মাসের প্রথম সপ্তাহেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। মডেল উত্তরপত্রের নিরিখে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। পরীক্ষার্থীদের থেকে যে মতামত গুলি আসবে সেগুলি নিয়ে কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নেওয়ার পরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: সুদক্ষ প্রশাসক ছাড়াও তিনি মানবিক মমতা ডিসেম্বরের শহরে ধরা পড়ল সেই ছবি
চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার পরই কমিশন সেটের ফল প্রকাশ করবে। সে ক্ষেত্রে ১৫ই ফেব্রুয়ারি আগেই কমিশন ফল প্রকাশ করতে পারে। ইতিমধ্যেই ফলপ্রকাশের প্রস্তুতি নিয়েও কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকরা বৈঠকও করেছেন। সেটের ফল প্রকাশের পর অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 5:10 PM IST

