Mamata Banerjee: সুদক্ষ প্রশাসক ছাড়াও তিনি মানবিক মমতা, ডিসেম্বরের শহরে ধরা পড়ল সেই ছবি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তিনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, জননেত্রী, সুদক্ষ প্রশাসক এবং সমাজদরদী মানুষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান। এত দায়িত্ব সামলেও তিনি খোঁজ রাখতে ভোলেন না সমাজের অগ্রজ, গুণীজন, বরেণ্য শিল্পীদের। এবার সেই চিত্রই দেখা গেল ডিসেম্বরের কলকাতায়।
কলকাতা: তিনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, জননেত্রী, সুদক্ষ প্রশাসক এবং সমাজদরদী মানুষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান। এত দায়িত্ব সামলেও তিনি খোঁজ রাখতে ভোলেন না সমাজের অগ্রজ, গুণীজন, বরেণ্য শিল্পীদের। এবার সেই চিত্রই দেখা গেল ডিসেম্বরের কলকাতায়।
প্রখ্যাত প্রবীণ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি’র অসুস্থতা ও আর্থিক সমস্যার খবর পেয়ে তিনি স্বশরীরে উপস্থিত হতে না পারলেও নির্দেশ দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। সুপ্রকাশ বাবুর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ও সরকারি সহযোগিতা নিয়ে পাশে থাকার নির্দেশ দেন মমতা।
আরও পড়ুন: মেস থেকে উদ্ধার যাদবপুরের ছাত্রের দেহ! পরীক্ষার পর বাড়ি যাওয়া আর হল না
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাসরা সুপ্রকাশ বাবুর বাড়িতে গিয়ে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পৌঁছে দেন। এর পাশাপাশি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে ব্যাক্তিগত সঞ্চয় থেকে ১লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে এবং বলেন সুপ্রকাশ বাবুর জন্য অর্থ সংগ্রহ করতে তিনি ‘পারিশ্রমিকহীন’ সঙ্গীত অনুষ্ঠান করবেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে কে ধন্যবাদ জানান।
advertisement
advertisement
আরও পড়ুন: মধ্যমগ্রামে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ! গ্রেফতার ভুয়ো চিকিৎসক
অসুস্থ সুপ্রকাশ বাবু এমন ভরসার হাত পেয়ে কৃতজ্ঞতা দেখাতে কোনোরকম কার্পণ্য করেন নি। আবেগপ্রবণ হয়ে সুপ্রকাশবাবু জানান, জীবনভর মনে রাখবেন স্নেহময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 1:24 PM IST