Recruitment Scam: এবার চাকরি গেল ৭৮৫ জন শিক্ষাকর্মীর, নির্দেশিকা জারি পর্ষদের
- Published by:Suvam Mukherjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Recruitment Scam: এবার গ্রুপ সি পদের কর্মরত ৭৮৫ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
কলকাতা: হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছে নবম- দশম স্তরে একাধিক কর্মরত শিক্ষকের। এবার গ্রুপ সি পদের কর্মরত ৭৮৫ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনে গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরি বাতিলের নির্দেশিকা জারি করা হল। স্কুলে শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। নবম দশম এর পাশাপাশি গ্রুপ ডি, গ্রুপ সি পদেও নিয়োগের দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলি। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশন পৃথকভাবে হাই কোর্ট এর নির্দেশে গ্রুপ সি পদে কর্মরত ৫৭ জন শিক্ষা কর্মীরও নিয়োগপত্র প্রত্যাহারের নির্দেশিকা জারি করে শুক্রবার।
advertisement
মধ্যশিক্ষা পর্ষদ শনিবার ওই ৫৭ জন কর্মরত শিক্ষাকর্মীরও চাকরি বাতিলের নির্দেশিকা জারি করেছে। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা দিয়ে জানিয়েছে শনিবার থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। অন্যদিকে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য হাইকোর্টে হলফনামা দিতে চলেছে এসএসসি। উচ্চ প্রাথমিক স্তরে ইতিমধ্যে যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের মধ্যে একাধিক প্রার্থীর নম্বরেও গরমিল রয়েছে বলে এসএসসি সূত্রে খবর।
advertisement
advertisement
যাবতীয় তথ্য দিয়ে হলফনামা এসএসসি আগামী সপ্তাহে দিতে চলেছে বলে এই সূত্রের খবর। মূলত উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ প্রার্থীদের মধ্যে টেটের ওএমআর শিট চেকিং করেছে এসএসসি। তাতেই নম্বরে গরমিল ধরা পড়েছে ইন্টারভিউ দেওয়া একাধিক প্রার্থীদের। এমনটাই খবর এসএসসি সূত্রে। যাবতীয় তথ্য সহ হলফনামা দিয়ে এসএসসি আগামী সপ্তাহে জানাতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হাইকোর্টের পরবর্তী নির্দেশেই কমিশন পদক্ষেপ নেবে বলেই কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন। গত ৮ বছরের বেশি সময়সীমা ধরে উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৪ হাজার এরও বেশি শূন্যপদ রয়েছে এই উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 9:10 PM IST