গ্রামে গ্রামে ১২ হাজার কিলোমিটার রাস্তা, সাত দফা প্রচারের কৌশল বলল নবান্ন

Last Updated:

গ্রামীণ রাস্তার তৈরি ও নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের দিন ধার্য করবে রাজ্য পঞ্চায়েত দফতর।

কীভাবে প্রচার করতে হবে তার জন্য সাত দফা কৌশল তৈরি করে দিল নবান্ন।
কীভাবে প্রচার করতে হবে তার জন্য সাত দফা কৌশল তৈরি করে দিল নবান্ন।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার করতে চলেছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসকদল এই ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকেই অন্যতম প্রচারের হাতিয়ার করতে পারে।আর সেই রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজের বিভিন্ন গ্রামে গ্রামে ব্লকে ব্লকে কীভাবে প্রচার করতে হবে তার জন্য সাত দফা কৌশল তৈরি করে দিল নবান্ন।
প্রশাসনিক মহলের ব্যাখ্যা এই প্রথম কোন প্রকল্পের প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের পাশাপাশি গ্রামবাসীদের দুয়ারে যাতে এই খবর পৌঁছে দেওয়া যায় তার জন্যই এই কৌশল। এর জন্য রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে গাইডলাইন দেওয়া হয়েছে।
(১) বিভিন্ন কর্মস্থলে ইনফরমেশন বোর্ড তৈরি করে লাগাতে হবে। অর্থাৎ গ্রামীণ রাস্তা যে তৈরি হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় তা জানিয়ে বিভিন্ন কর্মস্থলে তথ্যভিত্তিক এই বোর্ডগুলি লাগাতে হবে।
advertisement
advertisement
(২) জেলাশাসকের অফিস, মহকুমাশাসক, ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েতের হেডকোয়ার্টার গুলিতে বিভিন্ন ধরনের হোর্ডিং লাগাতে হবে।যে রাস্তা গুলি নির্মাণ হচ্ছে তার তথ্য নিয়ে এই হোর্ডিং গুলি লাগাতে হবে।
(৩)গ্রামীণ রাস্তায় নির্মাণ ও সংস্কারের কাজের তথ্য জানিয়ে গোটা জেলা জুড়ে মাইকিং করতে হবে।
(৪) গোটা জেলাজুড়ে লিফলেট বিলি করতে হবে। গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজের কথা জানিয়ে বিভিন্ন ধরনের কালারফুল ট্যাবলো দিয়ে বিভিন্ন রুট ধরে প্রচার করতে হবে।
advertisement
(৫) জেলাশাসক এসডিও বিডিও গ্রাম পঞ্চায়েতের অফিস গুলিতে কোন কোন রাস্তা তৈরি হচ্ছে এবং সংস্কার হচ্ছে তার তালিকা দিয়ে দিতে হবে যাতে যে কোনও সাধারণ মানুষ তা দেখতে পান।
(৬) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করে এর প্রচার করতে হবে।
(৭) বিভিন্ন কেবিল বা লোকাল টিভি চ্যানেলগুলির মাধ্যমেও এর প্রচার করতে হবে।
advertisement
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
এর জন্য ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে বিভিন্ন জেলাগুলিকে লোগো দিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারকে প্রচারের মাধ্যমে গ্রামের মানুষের দুয়ারে পৌঁছে দিতে চাইছে নবান্ন। মুখ্য সচিব ও একাধিকবার এই গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার কার্য নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। ৩০ মার্চের মধ্যেই এই কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্রামে গ্রামে ১২ হাজার কিলোমিটার রাস্তা, সাত দফা প্রচারের কৌশল বলল নবান্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement