‘‘আপনার কি মনে হয় কোনও সুস্থ মস্তিষ্কের পাঠক কমিউনিস্ট সাহিত্য পড়ে?’’ বামেদের রেকর্ড বই বিক্রিতে দিলীপ ঘোষ
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
রাম থেকে ফের বামে, পুজোয় বামেদের রেকর্ড পরিমাণে বই বিক্রি, গেরুয়া শিবিরের প্রশ্ন...
# কলকাতা: শারদ উৎসবে সিপিএমের বুক স্টল থেকে রেকর্ড পরিমাণ টাকার কমিউনিস্ট সাহিত্যের বই বিক্রি হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। এমন দাবিও করছেন কোনও কোনও সিপিএম নেতা। এই দাবি করে সোশ্যাল মিডিয়াতেও প্রচারের ঝড় বইছে বাম নেতাদের বিভিন্ন পোস্টে। পুজোর কয়েক দিনে প্রতিটি বুক স্টলে লক্ষ লক্ষ টাকার রেকর্ড পরিমাণ বই বিক্রি হওয়ায় রীতিমত এখন উচ্ছ্বসিত লাল শিবির।
রাজ্যের সাম্প্রতিক কয়েকটা বড় নির্বাচনের ফলাফলের পর বামেদের অবিরাম রক্তক্ষরণে অনেকেই বলছিলেন যে, বামের ভোট রামে গিয়েছে। তবে হালে কয়েকটা নির্বাচনের ফলাফলে কিছুটা হলেও যে অক্সিজেন ফিরে পেয়েছে বাম শিবির তা বলাই যায়। তবে ঠিক যখনই রেকর্ড পরিমাণে বই বিক্রির প্রশ্নে বাম শিবির উচ্ছ্বসিত তখন বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তথা গেরুয়া শিবিরের গলায় কটাক্ষের সুর।
advertisement
আরও পড়ুন - Weather Update: এখনই মুক্তি নেই! বৃষ্টির অ্যালার্ট জারি একাধিক রাজ্যে, এর মধ্যে অজানা আশঙ্কার সুপার সাইক্লোন
advertisement
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, 'বিগত ৪০ বছর ধরে দেখছি লাল সালুতে মুড়িয়ে শারদ উৎসব উপলক্ষে সিপিএম তথা বামেদের বিভিন্ন বইয়ের স্টলে গুটিকয়েক একই বই স্টলে এনে রাখা হয় আবার উৎসব মিটলেই পার্টি অফিসে গিয়ে তা রেখে দেওয়া হয়। ফের ধুলো ময়লা ঝেড়ে পরের বছর পুজোর সময় তা আনা হয়। ওই বই কেউ কিনে পড়ে বলে মনে হয়না'। রাজ্যজুড়ে পুজোর বিভিন্ন স্টলে বই বিক্রির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে।
advertisement
সিপিআইএম নেতাদের দাবি। তাহলে কি ফের রামের ভোট বামের দিকে ঝুঁকছে? প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে মুচকি হেসে দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন,' আপনার কি মনে হয় কোনও সুস্থ মস্তিষ্কের পাঠক কমিউনিস্ট সাহিত্য কেউ পড়ে? বাৎসরিক উৎসবের মতো ওরা প্রতিবারই স্টলে বই নিয়ে আসে, আবার সেই বই ফেরত নিয়ে চলে যায়। শুধু বলে, আসছে বছর আবার হবে'।
advertisement

এদিকে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীতে দলের বিজয়া সম্মিলনী উপলক্ষে আয়োজিত এক প্রকাশ্য সভামঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , '‘ বাংলায় তৃণমূলের বি-টিম এখন সিপিএম। বিজেপি বাড়ছে দেখে আতঙ্কিত হয়ে তৃণমূল, সিপিএমকে নানাভাবে হাওয়া দিচ্ছে। এসব করে কোনও লাভ হবে না।’’
advertisement
বাংলার মানুষ ঠিক যেভাবে সিপিএমকে রাজ্য থেকে উৎখাত করেছিল ঠিক একইভাবে এবার তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। সেই দিন আর বেশি দূরে নয়'। সিপিআইএমের এক নেতার দাবি, বিরোধীরা যা ইচ্ছে তাই বলুক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না। বিভিন্ন জায়গায় আমাদের বুকস্টল তৈরিতে বাঁধা সৃষ্টি করেছিল শাসক দল। কিন্তু সব বাধা উপেক্ষা করেই বামেরা বুক চিতিয়ে বুকস্টল তৈরি করে মানুষের কাছে আমাদের কথা বইয়ের মাধ্যমে তুলে ধরতে সফল হয়েছি। বই বিক্রির হার বা ক্রেতার সংখ্যা দেখে বলাই যায়, ভোটারের নিরিখে পিছিয়ে থাকলেও মতাদর্শের দিক থেকে এখনও বামেরাই সাধারণ মানুষের বেঁচে থাকার অস্ত্র। বামেদের বিকল্প বামেরাই'। পুজোর মধ্যেই কলকাতায় বামেদের বুকস্টলে হামলার অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। উৎসবের মধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ থেকে গ্রেফতারি বরণ করেছিল একাধিক বাম নেতা ও লেখক শিল্পীরা। শেষমেষ কলকাতা সহ জেলায় জেলায় বই বিক্রির মাধ্যমে ঘরে-ঘরে বাম মতাদর্শ পৌঁছে দিতে পেরেছে বলেই যখন মনে করছে বাম নেতৃত্ব তখন বিরোধী তৃণমূল আর বিজেপি, দুই ফুল শিবিরের খোঁচা ,'আগে শূন্য থেকে এক হোক। ওদের মুখে মতাদর্শের কথা মানায় না'।
advertisement
Venkateswar Lahiri
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 12, 2022 8:46 AM IST









