Rathin Ghosh: ইডি তল্লাশির পরের দিনই ধর্নামঞ্চে খাদ্যমন্ত্রী, বললেন, ‘২০২৪ অবধি এমনটাই চলবে!’

Last Updated:

তাঁর কথায়, যদি পুর দুর্নীতি কাণ্ডে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে তাঁকে তলব করা হোক৷ কিন্তু, তা না করে হঠাৎ সকাল সাড়ে ৬টায় কেন তাঁর বাড়িতে হাজির হলেন ইডির আধিকারিকেরা!

রথীন ঘোষ
রথীন ঘোষ
কলকাতা: গত বৃহস্পতিবারই টানা ২০ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ রাত দেড়টায় অবশ্য ইডি আধিকারিকেরা চলে যেতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ খোলাখুলি জানান, তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয়নি, তিনিও সাধ্যমতো সাহায্য করেছেন তদন্তকারীদের৷ ইডি-র তল্লাশির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে দেখা গেল রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চে৷
গতকালের বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমার বাড়িতে তল্লাশি হল। আউটকাম কী? জিজ্ঞাসা করলাম। বলল, আমাদের কিছু করার নেই। ডিউটি তাই আসতে হয়। আমি এখন পুরপ্রধান নই। আর পুরসভার তদন্তে এলে, আমার বাড়িতে ব্যক্তিগত ভাবে নয়, যাওয়া উচিত ছিল পুরসভায়। তাঁদের কিছু বলার নেই। খালি বলছে ওই হয়েছে, এই দেখেছি, অনেক টাকা দেখেছি।’’
advertisement
আরও পড়ুন: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩
তাঁর কথায়, যদি পুর দুর্নীতি কাণ্ডে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে তাঁকে তলব করা হোক৷ কিন্তু, তা না করে হঠাৎ সকাল সাড়ে ৬টায় কেন তাঁর বাড়িতে হাজির হলেন ইডির আধিকারিকেরা!
advertisement
রথীনের কটাক্ষ, ‘‘আসলে ২০২৪ অবধি এমনটাই চলবে। রাজভবন অভিযানের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই ঘোষণা করে এসেছিলেন। কিন্তু রাজ্যপাল দেখা করলেন না। উত্তরবঙ্গ হয়ে দিল্লি চলে গেলেন। তাই যতক্ষণ না তিনি আসছেন আমরা এই ধর্না চালাব।’’
advertisement
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি দেখা করতে চায় তৃণমূল৷ কিন্তু, বর্তমানে তিনি দিল্লি সফরে থাকায় ধর্নামঞ্চে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তৃণমূল৷ নেতৃত্বে রয়েছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rathin Ghosh: ইডি তল্লাশির পরের দিনই ধর্নামঞ্চে খাদ্যমন্ত্রী, বললেন, ‘২০২৪ অবধি এমনটাই চলবে!’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement