Kamduni Incident: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩

Last Updated:

১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷ সেই কামদুনি মামলারই রায়দান ছিল আজ৷ নিম্ন আদালতে ইতিমধ্যেই ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত৷ পরে সেই মামলা কলকাতা হাইকোর্টে আসে৷ আজ, কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে কামদুনি মামলার রায় ঘোষণা করল৷

কলকাতা: কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন। অর্থাৎ, ৬ দোষী সাব্যস্তের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করল আদালত৷ রায় শুনে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার৷ এজলাসের বাইরে তুমুল হট্টগোল৷
২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। ১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷ পরবর্তীকালে সিআইডি তদন্ত শুরু করে সেই মামলায়।
আরও পড়ুন: ২০ ঘণ্টা পর বাড়ি থেকে বেরোল ইডি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী মিলল, জানেন?
সেই কামদুনি মামলারই রায়দান ছিল আজ৷ ইতিমধ্যেই ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত৷ পরে সেই মামলা কলকাতা হাইকোর্টে আসে৷ আজ, কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলার রায় ঘোষণা করল৷
advertisement
advertisement
ধর্ষণ ও খুনের অভিযোগে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হয়েছিল ৯ জনকে। পরে প্রমাণের অভাবে দু’জনকে জামিন দেওয়া হয়। তারপরে মামলা চলাকালীন মৃত্যু হয় আরেক অভিযুক্তের৷
নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল সইফুল মোল্লা, আনসার মোল্লা, আমিন আলি, এমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে। শরিফুল আলি, আনসার আলি ও আমিন আলিকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। বাকি তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: বীভৎস অবস্থা উত্তরবঙ্গের! রাজ্যের একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট, কবে থামবে দুর্যোগ!
নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল সাজাপ্রাপ্তেরা। গত ২৪ জুলাই হাইকোর্টে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kamduni Incident: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement