Bengali News| Laxmi Puja Bazar| চড়া সবজি মাছের দাম, হু হু করে বাড়তে পারে লক্ষ্মীপুজোর আগে

Last Updated:

Bengali News| Laxmi Pujo Bazar| মাছ থেকে সবজি, ফলফলাদি-আজ কী দাম, কতটা ফারাক হল পুজোর চারদিনের থেকে, রইল সব তথ্য-

পুজো শেষে বাজার কেমন, কমল সবজির দাম?
পুজো শেষে বাজার কেমন, কমল সবজির দাম?
#কলকাতা: পুজোর বাজারে লাগা আগুন কিছুটা হলেও নেমেছে। হাত দেওয়া যাচ্ছে সবজি মাছে। তবে দাম এখনও চড়াই। বাজারঘুরেরা মনে করছেন, লক্ষ্মীপুজোর আগে ধাপে ধাপে আরও বাড়বে সবজি-মাছের দাম। মাছ থেকে সবজি, ফলফলাদি-আজ কী দাম, কতটা ফারাক হল পুজোর চারদিনের থেকে, রইল সব তথ্য-
লেক মার্কেটের দামদর
সবজির দাম
পটল দেশি ছিল ১০০/কেজি।আজ দাম ৯০/কেজি।
advertisement
ঝিঙে
৫০-৬০/কেজি চলছে দুসপ্তাহ ধরে
বেগুন
পুজোর দিনগুলোতে ছিল ১০০/কেজি। আজ ৭০/কেজি (বড় সাইজ)। ছোট সাইজ ৬০/কেজি
ফুলকপি (সাইজ হিসেবে দাম)
বড় সাইজের দাম উঠেছিল ৫০ টাকা প্রতি পিস।আজ বড় সাইজের ফুল কপি ৪০ টাকা প্রতি পিস। ছোটগুলি ২৫ থেকে ৩৫টাকা।
advertisement
বাঁধাকপি
পুজোর সময় বড় সাইজের ভালোকপির দাম ছিল ৫০/কেজি। আজ ৪০/কেজিতে বিক্রি হয়েছে।
টমেটো
পুজোর চারদিন ছিল ১০০/কেজি। আজ ৭০-৮ টাকা/ কেজি।
মিষ্টি কুমড়ো ৩০/৪০ টাকা কেজি (এই দাম চলছে)।
লাউ প্রতি পিস ছিল ৪০-৫০টাকা (সাইজ)। আজ ৩৫-৪০টাকা।
পালং শাক ২৫-৩০ টাকা ৫০০ গ্রাম
সজনে ১৫০/কেজি ছিল
আজ ১৪০/কেজি
মাছ মাংসের বাজারদর
মুরগির মাংস গোটা ১৭০/১৬০টাকা প্রতি কেজি
advertisement
কাটা ২৩০-২৪০ /কেজি (গত দুসপ্তাহ এই দাম)
দেশি মুরগি ৩০০/কেজি
গলদা চিংড়ি ৮০০/কেজি
চাবরা চিংড়ি ৩৫০/কেজি
বাগদা চিংড়ি ৯০০/কেজি (এই দাম চলছে গত কয়েকদিন ধরে)
রুই
গোটা ২০০/কেজি (দেশি) কাটা ২৫০/কেজি
অন্ধ্রের রুই ১৭০/কেজি
পার্সে
৫০০/কেজি (দেশি)
কাতলা
গোটা ২৮০-৩০০/কেজি বট
বড় হলে ৩৫০
কাটা ৪০০-৪৫০/কেজি
দেড় কেজি ও তার বেশি ওজনের ইলিশ ১৮০০/কেজি
advertisement
পুজোর আগে এর দাম ১৬০০
৮০০-১কেজি ওজনের মধ্যে ইলিশ ১৩০০/কেজি
ছিল ৯০০-১০০০/কেজি
ট্যাংড়া ৪০০/কেজি
ভেটকী ৪০০-৪৫০/কেজি (ওজন হিসেবে দাম)
আলু পেঁয়াজ রসুনের দাম
চন্দ্রমুখী ২২-২৪/কেজি
জ্যোতি ১৬/কেজি
পেঁয়াজ ৬০/কেজি (পুজোর সপ্তাহ খানেক আগে ছিল ৪০/কেজি)
রসুন ২৫০/৩০০ কেজি
-রিপোর্টার অনুপ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengali News| Laxmi Puja Bazar| চড়া সবজি মাছের দাম, হু হু করে বাড়তে পারে লক্ষ্মীপুজোর আগে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement