Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের! বাংলার পাঁচ আসনে ভোট, মনুসিংভীকে নিয়ে জল্পনা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rajya Sabha Election: একজন রাজ্যসভার প্রার্থীর জয়ের জন্য মোটামুটি ৪৯ জন বিধায়কের ভোট প্রয়োজন।
কলকাতা: রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এর মধ্য়ে রয়েছে বাংলার পাঁচ আসনও। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ৫৬টি রাজ্য়সভা আসনের নির্বাচন। গণনাও হবে একই দিনে।
২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনের। একইসঙ্গে মেয়াদ শেষ হবে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও। সরকারিভাবে তৃণমূলের বিধায়ক এখন ২১৬ জন। দলবদলু মিলিয়ে সংখ্যাটা ২২৫। রাজ্যসভার ভোটে শুধুমাত্র বিধায়করা ভোট দিয়ে থাকেন। একজন রাজ্যসভার প্রার্থীর জয়ের জন্য মোটামুটি ৪৯ জন বিধায়কের ভোট প্রয়োজন। সেক্ষেত্রে বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। রাজ্যে বিজেপির বিধায়ক ৬৭ জন। ফলে সুনিশ্চিত একটি আসনে বিজেপির প্রার্থীরও জয়।
advertisement
advertisement
সূত্রের খবর, বিজেপি একটি আসনে প্রার্থী দেবে। গতবার কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ছিলেন। ফলে তৃণমূলের সমর্থনে অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় পাঠাতে পেরেছিল তারা। এবার সেই সুযোগ রাজ্য কংগ্রেসের নেই। তবে বিধায়কের হিসাবে চার তৃণমূলের ও এক বিজেপির নিশ্চিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 10:57 AM IST