Rail: ট্রেনে চাদর দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত, রেলের সিদ্ধান্তে লাখো যাত্রীর চিন্তা কমতে চলেছে এবার!

Last Updated:

Rail: লিনেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণ করতে এবং যাত্রীদের উৎকৃষ্ট মানের পরিষেবা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অন্তর্গত গুয়াহাটি, কাটিহার ও আলিপুরদুয়ারে অত্যাধুনিক লন্ড্রি কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।

চাদর নিয়ে চিন্তা কমল
চাদর নিয়ে চিন্তা কমল
শিলিগুড়ি: ট্রেনে ক্রমবর্ধমান লিনেনের প্রয়োজনীয়তা পূরণ করতে গুয়াহাটি, কাটিহার ও আলিপুরদুয়ারে অত্যাধুনিত লন্ড্রি কেয়ার সেন্টার স্থাপন। রেলে পরিষ্কার চাদর যাত্রীদের দেওয়ার উদ্যোগ। ​লিনেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণ করতে এবং যাত্রীদের উৎকৃষ্ট মানের পরিষেবা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অন্তর্গত গুয়াহাটি, কাটিহার ও আলিপুরদুয়ারে অত্যাধুনিক লন্ড্রি কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।
গুয়াহাটির লন্ড্রিটি প্রতি দিন ১৬,০০০ বেডরোল উৎপাদন করতে সক্ষম। একইভাবে কাটিহার ও আলিপুরদুয়ারের লন্ড্রি প্রতি দিন যথাক্রমে ২০০০ ও ২১০০ বেডরোল উৎপাদন করতে সক্ষম। এর ফলে অমরনাথ এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস, অবধ অসম এক্সপ্রেস ইত্যাদির মতো গুয়াহাটি ভিত্তিক ট্রেন, নর্থইস্ট এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল ইত্যাদির মতো কামাখ্যা ভিত্তিক ট্রেন, সিকিম মহানন্দা এক্সপ্রেসের মতো আলিপুরদুয়ার ভিত্তিক ট্রেন এবং আম্রপালি এক্সপ্রেস, চম্পারন হামসফর এক্সপ্রেসের মতো কাটিহার ভিত্তিক ট্রেনগুলির বর্ধিত লিনেনের চাহিদা পূরণ হবে।
advertisement
advertisement
​গুয়াহাটিতে অত্যাধুনিক লন্ড্রিটি টানেল ভিত্তিক সিস্টেম, যার মধ্যে জল, শক্তি, স্টিম এবং কেমিকেলের ব্যবহার অপ্টিমাইজ করার সময় বৃহৎ পরিমাণ লিনেন পরিচালনা করার ক্ষমতার পাশাপাশি পরবর্তী পর্যায়ে স্বয়ংক্রিয় স্থানান্তর সহ অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। ওয়াশিং প্রক্রিয়ার সময় প্রথমে নোংরাযুক্ত লিনেন ওজন করা হয় এবং মেশিনের অটোমেটিক কনভেয়রে প্রেরণ করা হয়। এরপর কম্পিউটারাইজড অপারেশনের মাধ্যমে ভালো করে ধোয়া ও পরিষ্কার করার জন্য লিনেনগুলিকে একটি টানেল ব্যাচ ওয়াশারে লোড করা হয়। এরপর ওয়াশার থেকে লিনেনগুলি ড্রায়ারে স্থানান্তর করার জন্য রোবোটিক ফিডিং ব্যবহার করা হয়।
advertisement
এরপর, সর্বাধিক জল নিষ্কাশনের সুবিধার জন্য হাইড্রোলিক প্রেস দিয়ে সজ্জিত প্রেসিং সিস্টেমের দ্বারা জল নিষ্কাশন করা হয়। এরপর, ধোয়া লিনেনগুলি একটি শাটেল কনভেয়রে আনলোড করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার দিয়ে ভাল করে শুকিয়ে নেওয়া হয়। এরপর, লিনেনগুলি আইরনিং সিস্টেম মেশিনে আইরন করা হয়, যা সম্পূর্ণ হওয়ার পর লিনেনগুলি স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ করে দেয়। যাত্রীদের শ্রেষ্ঠ মানের বেডরোল দেওয়া নিশ্চিত করতে লিলেনের মান পরীক্ষা করার জন্য হোয়াইটনেস মিটার ব্যবহার করা হয়। ওয়াশিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর লিনেন সেটগুলি সংশ্লিষ্ট ট্রেনগুলিতে সরবরাহ করার জন্য ব্যাগের মধ্যে প্যাক করা হয়।
advertisement
​উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের পরিষ্কার ও স্বাস্থ্যকর বেডরোল প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য এই ধরনের যান্ত্রিক লন্ড্রি স্থাপন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রয়োজন অনুযায়ী নিজেদের অধিক্ষেত্রের অধীনে অন্যান্য স্থানেও এই ধরনের যান্ত্রিক লন্ড্রি স্থাপন করার পরিকল্পনা করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rail: ট্রেনে চাদর দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত, রেলের সিদ্ধান্তে লাখো যাত্রীর চিন্তা কমতে চলেছে এবার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement