Weather: বাজ পড়ছে, আপনি রাস্তায়? যে কাজটি একেবারেই করবেন না! এই ভুলটি করলেই শেষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Weather: বিশ্বে বজ্রপাতে মৃত্যুর সংখ্যায় ভারত উপরের দিকেই রয়েছে। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মোকাবেলার তেমন কোনও সহজ পন্থা নেই বললেই চলে।
advertisement
advertisement
ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনও অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে না থাকাই ভালো। বজ্রপাতের সময় ধানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নীচু হয়ে যান। বাড়ির ছাদ কিংবা উঁচু কোনও স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান। গাছের নীচে একদমই দাঁড়াবেন না। রিপোর্টে যে তথ্য ধরা পড়েছে, তাতে বাজ পড়ার সময় মৃতদের মধ্যে ৭১ শতাংশই ছিলেন গাছের নীচে। ২৫ শতাংশ ক্ষেত্রে সরাসরি বাজের আঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
advertisement
বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন। বজ্রপাতের সময় গাড়িতে থাকলে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করুন। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি হয়, তাহলে গাড়ি কোনও গাড়িবারান্দা বা পাকা ছাউনির নীচে রেখে অপেক্ষা করুন। গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। গাড়ির কাচেও হাত দেবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement